পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Dresses Up As Lord Shiva: কালী-বিতর্কের মাঝেই শিব সেজে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, অসমে গ্রেফতার যুবক - শিবের বেশে

পথনাটিকায় শিবের বেশ ধরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় অসমে গ্রেফতার করা হল এক যুবককে (Assam man arrested for dressing up as Shiva)৷ তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে (Man Dresses Up As Lord Shiva)৷

Assam Man Dresses Up As Lord Shiva In Street Play On Price Rise, arrested
শিবের বেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মোদিকে কটাক্ষ, অসমে গ্রেফতার যুবক

By

Published : Jul 10, 2022, 5:01 PM IST

গুয়াহাটি, 10 জুলাই:দেবীকালীর পোস্টার ঘিরে যখন দেশজুড়ে শোরগোল চলছে, তখনই নয়া বিতর্ক সৃষ্টি হল অসমে (Man Dresses Up As Lord Shiva)৷ এ বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেবতা শিব ৷ পথনাটিকা চলাকালীন শিবের বেশে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷

ধৃত ব্যক্তির নাম বিরিঞ্চি বোরা ৷ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি পথনাটিকা করেছিলেন তিনি ৷ সেই পথনাটিকার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁর সেই পথনাটিকার বিরোধিতায় সরব হয়েছে হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল ৷ পথনাটিকার অভিনেতা বিরিঞ্চি বোরার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে তারা ৷ বিরিঞ্চি বোরার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করে নগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয় ৷

পথনাটিকায় দেখা গিয়েছে, বিরিঞ্চি বোরা ও তাঁর সহ-অভিনেত্রী পরিশিমিতা শিব ও পার্বতীর বেশে রয়েছেন ৷ তাঁরা রাস্তায় বাইকে চড়ে যাচ্ছেন ৷ তবে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তাঁদের বাইক দাঁড়িয়ে পড়ে ৷ তখনই নাটকের দুই চরিত্র শিব ও পার্বতীর মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সেই সময় জ্বালানি ও অন্যান্য সমস্যা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তুলোধোনা করেন শিববেশী বিরিঞ্চি ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির (Price Rise) প্রতিবাদ জানিয়ে মানুষকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ারও আহ্বান জানান তিনি ৷

আরও পড়ুন:মা কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি'র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে আটক করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে তাকে ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে (Assam man arrested for dressing up as Shiva)৷

ABOUT THE AUTHOR

...view details