নয়াদিল্লি,24 নভেম্বর: অসম-মেঘালয়ে সীমান্তে সংঘর্ষের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার (Assam govt order CBI probe) । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা ঘোষণা করেন । দুটি রাজ্যের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে । এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মেঘালয়ের মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা । তার আগেই সংঘর্ষের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্বশর্মার সরকার । এ নিয়ে সিদ্ধান্ত নিতে দিল্লিতেই বৈঠকে বসেন অসমের ক্যাবিনেট মন্ত্রীরা । ওই অনুষ্ঠানের জন্য অসম সরকারের অনেক মন্ত্রীই এখন দিল্লিতে ।
সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি অসম পুলিশের জন্য কয়েকটি নির্দেশিকাও জারি হয়েছে (Assam govt issued SOP for police) । পুলিশকে সেই এসওপি মেনেই কাজ করতে হবে । অভিযোগ, মেঘালয়ের সীমান্ত এলাকার একটি গ্রামের 5 বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় অসমের পুলিশ । আর তাতে তাঁদের মৃত্যু হয় । প্রাণ যায় এক পুলিশ কর্মীরও । স্বভাবতই এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সরকারের তরফে অসম পুলিশকে এ বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশের সম্পর্কে এই নয়া নির্দেশিকা নিয়ে টুইটও করেছেন অসমের মুখ্যমন্ত্রী ।