গুয়াহাটি, 26 অগস্ট : নন্দিতা সাইকিয়ার খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত অসম ৷ এই পরিস্থিতিতে এই মামলার ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি করার সিদ্ধান্ত নিল অসম সরকার ৷ বৃহস্পতিবার অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে ৷
নন্দিতা সাইকিয়া অসমের লখিপুর জেলার মৃধাল কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন ৷ গত শনিবার 21 অগস্ট তাঁর উপর হামলা হয় ৷ পুলিশের তরফে জানা হিয়েছে, মেধাবী এই ছাত্রী সেদিন তাঁর এক বন্ধু ও বন্ধুর বাবার সঙ্গে বাড়ি ফেরার জন্য যখন অপেক্ষা করছিলেন, তখনই ঘটনাটি ঘটে ৷ ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালানো হয় ৷
আরও পড়ুন :One Rupee Biryani : মাত্র এক টাকায় মিলল এক প্যাকেট বিরিয়ানি !
ওই হামলায় গুরুতর জখম হন নন্দিতা ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ গতকাল, বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত রিন্টু শর্মাকে গ্রেফতার করেছে ৷ নন্দিতা যে কলেজের ছাত্রী ছিলেন, সেই মৃধাল কলেজের কর্মী রিন্টু ৷ তাঁর সঙ্গে নন্দিতার আগে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে ৷
অভিযোগ, সেই সম্পর্ক ভেঙে যাওয়াতেই আক্রোশবশত তাঁর উপর হামলা চালিয়েছে রিন্টু ৷ তবে পুলিশ মনে করছে, গোটা ঘটনার পরিকল্পনা আগে থেকেই ঠান্ডা মাথায় করা হয়েছিল ৷ অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল জিপি সিংয়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে ৷ অসম সরকার দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে বলেছে ৷
আরও পড়ুন :Bird’s Eye View: ফোন ছিনিয়ে আক্ষরিক অর্থেই বার্ডস আই ভিউ দেখাল টিয়া, ভিডিয়ো ভাইরাল
এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে নন্দিতাকে রিন্টু বলছে, ‘‘তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গিয়েছে ৷’’ জানা গিয়েছে যে, লখিপুরের ধাকুয়াখানায় বাড়ি নন্দিতার ৷ কলেজে পড়াকালীন তাঁর সঙ্গে রিন্টুর সম্পর্ক হয় ৷ কিন্তু তিনি বর্তমানে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন না ৷ তাই নিয়েই দু‘জনের মধ্যে বিবাদ ৷ তাঁকে সম্পর্ক না ভাঙার জন্য রিন্টুর তরফে বেশ কয়েকজন অনুরোধও করেছিলেন ৷
এদিকে এই ঘটনা নিয়ে অসমের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ৷ রিন্টুর কড়া শাস্তির দাবি করা হয়েছে বিভিন্ন মহল থেকে ৷ অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে বলে বিরোধী তোপ দেগেছেন হিমন্ত বিশ্বশর্মার দলের বিরুদ্ধে ৷
আরও পড়ুন :FIR against Uddhav: মুখ্যমন্ত্রী উদ্ধব, স্ত্রী রেশমি আর যুব সেনা প্রধানের বিরুদ্ধে এফআইআর