গুয়াহাটি, 3 অগস্ট :অসম-মিজোরাম (Assam-Mizoram) সীমানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দু’জন মহিলা পুলিশ আধিকারিককে মোতায়েন করল অসম (Assam) প্রশাসন ৷ অসমের কাছাড় জেলার ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আইপিএস (IPS) কীর্তি জালিকে (Kriti Jali) ৷ সেই সঙ্গে কাছাড় জেলার পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে আইপিএস রমনদীপ কৌরকে (RamanDeep Kaur) ৷ মিজোরাম (Mizoram)-এর কোলাসিব এবং অসমের কাছাড় দুই রাজ্যে সীমানার জেলা ৷ যেখানে অসম এবং মিজোরাম পুলিশের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ৷
গত 26 জুলাই দুই রাজ্যে পুলিশ এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ যেখানে অসম পুলিশের শীর্ষ আধিকারিক এবং আমলাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল মিজোরাম পুলিশের বিরুদ্ধে ৷ যে উত্তপ্ত পরিস্থিতিতে মিজোরামের সাধারণ নাগরিকরাও জড়িয়ে পড়েছিলেন ৷ ওই ঘটনার পর অসমের কাছাড় জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে এই দুই মহিলা আইপিএস আধিকারিককে বসানো হয়েছে ৷ যার পর থেকে নতুন করে আর কোনও অশান্তির ঘটনা অসম-মিজোরাম সীমানায় ঘটেনি ৷
আরও পড়ুন : Border Dispute : সীমান্ত বিবাদ মেটাতে অসমের বিজেপি সাংসদদের সঙ্গে কথা মোদির