দিসপুর, 24 সেপ্টেম্বর : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ অসম সরকারের ৷ গতকাল বেআইনি দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় দারাংয়ের ঢালপুর এলাকা ৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, পুলিশকে গুলি চালাতে হয় ৷ এতে মারা গিয়েছেন 2 জন স্থানীয় মানুষ, আহত হয়েছেন বহু নিরাপত্তারক্ষী ৷
একটি বিবৃতিতে অসম সরকার জানিয়েছে, গুয়াহাটি হাইকোর্ট-এর (Gauhati High Court) অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করা হবে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "23 সেপ্টেম্বর, 2021-এ দারাং জেলার ঢালপুর অঞ্চলে শিপাজহার রেভিনিউ সার্কেলে পুলিশের গুলি চালনার ঘটনায় বহু লোক আহত হয়েছেন এবং দু'জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ স্বরাষ্ট্র দফতর এই ঘটনায় একটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ৷"