পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুটি ডোজ নেওয়ার পর করোনার দুটি আলাদা ভ্যারিয়্যান্টে আক্রান্ত অসমের চিকিৎসক

অসমের এক মহিলা চিকিৎসক করোনার টিকা নেওয়ার পরও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাও আবার করোনার দুটি আলাদা ভ্যারিয়্যান্টে ৷ যদি বিশেষজ্ঞরা বলছেন, এতে চিন্তার কিছু নেই ৷

assam-fully-vaccinated-doctor-infected-with-two-covid-variants
ভ্যাকসিন নেওয়ার পর করোনার দু’টি আলাদা ভ্যারিয়্যান্টে আক্রান্ত অসমের মহিলা চিকিৎসক

By

Published : Jul 21, 2021, 12:16 PM IST

ডিব্রুগড় (অসম), 21 জুলাই : দু’বার করোনায় আক্রান্ত (Covid Infection) হয়েছেন ৷ আর দু’বারের একবার করোনার আলফা ভ্যারিয়্যান্টে (Alfa Variant) আক্রান্ত হয়েছেন ৷ আর দ্বিতীয়বার আক্রান্ত হন ডেল্টা ভ্যারিয়্যান্টে (Delta Variant) ৷ অথচ তিনি আগেই করোনা টিকার দুটি ডোজই নিয়ে নিয়েছিলেন ৷

ওই মহিলা অসমের (Assam) ডিব্রুগড়ের বাসিন্দা ৷ তিনি আবার পেশায় চিকিৎসক ৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ এই নিয়ে ডিব্রুগড়ের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ড. বি জে বরকাকোটির বক্তব্য, একবার করোনা হলে যেমন পরিস্থিতি তৈরি হয়, দু’বার আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন :Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাড়ল সংক্রমণ

ড. বরকাকোটির দাবি, এই নিয়ে ভয়ের কিছু নেই ৷ এর থেকে ভয়ঙ্কর কোনও রোগ হবে বলে মনে হয় না ৷ কারণ, তাঁরা একমাস ধরে ওই চিকিৎসককে পর্যবেক্ষণ করেছেন ৷ এখন তিনি ভালই আছেন ৷ কিন্তু এই তথ্য যখন সামনে এল, তখন উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে করোনার সংক্রমণ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ মে মাস থেকে অসমে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করে ৷

এখনও অসমে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব শেষ হয়ে যায়নি ৷ সোমবার অসমে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1797 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ওই রাজ্যে এখন 17 হাজার 454 জন করোনা আক্রান্ত হয়ে রয়েছেন ৷ ওই রাজ্যে এখনও পর্যন্ত 5 লক্ষ 26 হাজার 607 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ মারা গিয়েছেন 5 হাজার 19 জন ৷

আরও পড়ুন :Corona in India : মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন, দেশে 4 হাজার বাড়ল মৃত

অসমে এখনও পর্যন্ত 89 লক্ষ 40 হাজার 107টি ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছে সেখানকার মানুষের উপর ৷ এর মধ্যে 73 লক্ষ 82 হাজার 885টি প্রথম ডোজ ৷ আর 15 লক্ষ 57 হাজার 222টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details