বারপেটা, 30 জুন: বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে অসমে ৷ তবে বারপেটা জেলায় 20 হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এএসডিএম জানিয়েছে, চেঙ্গা, সারথেবাড়ি, বারপেটায় 37 টি গ্রাম এখনও জলের তলায় ৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বারপেটায় ৷ এখানে 28 হাজারেরও বেশি মানুষ বন্যায় বিপর্যস্ত হয়েছে ৷ অসম সরকার রাজ্যজুড়ে ত্রাণশিবিরের ব্যবস্থা করেছে ৷
অসমের নীচের দিকের জেলাগুলিতে 38 হেক্টর ফসলি জমি এখনও জলে ডুবে আছে ৷ বহু মানুষ বন্যায় ঘরবাড়ি হারিয়েছে ৷ বাড়িগুলিও জলের তলায় ৷ গত সপ্তাহ থেকে তারা রাস্তায় এসে আশ্রয় নিচ্ছে৷ বন্যায় বিধ্বস্ত আগদিয়া পাথার এলাকার বাসিন্দা কাচু মিঞাঁ ৷ তিনি বিগত 8 দিন ধরে রাস্তাতেই থাকছেন ৷
কাচু মিঞাঁ বলেন, "বন্যার জলে পুরো গ্রাম জলে ডুবে গিয়েছে ৷ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ কিন্তু বন্যার জল এখনও রয়েছে ৷ আমরা গ্রামে ফিরতে পারছি না ৷" তিনি আরও জানান, অন্য গ্রামের বাসিন্দারা ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন৷ কেউ কেউ অবশ্য গ্রামে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন৷ কাচু মিঞাঁর আক্ষেপ, তিনি কোনও ত্রাণসামগ্রী পাননি ৷ বন্যায় তাঁর ঘরবাড়ি, সবকিছু নষ্ট হয়ে গিয়েছে ৷