পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam Flood Situation: বন্যা বিধ্বস্ত অসমে 253টি গ্রাম জলের তলায়, ঘরহারা মানুষের আশ্রয় ত্রাণশিবির - 38 হেক্টর ফসলি জমি এখনও জলে ডুবে

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে ৷ তবে এখনও রাজ্যের 253টি গ্রাম জলে ডুবে আছে ৷ ক্ষতি হয়েছে 21 হাজার গবাদি পশুর ৷ 1 হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি জলের তলায় ৷

ETV Bharat
অসমের বন্যা পরিস্থিতি

By

Published : Jun 30, 2023, 1:55 PM IST

বারপেটা, 30 জুন: বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে অসমে ৷ তবে বারপেটা জেলায় 20 হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এএসডিএম জানিয়েছে, চেঙ্গা, সারথেবাড়ি, বারপেটায় 37 টি গ্রাম এখনও জলের তলায় ৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বারপেটায় ৷ এখানে 28 হাজারেরও বেশি মানুষ বন্যায় বিপর্যস্ত হয়েছে ৷ অসম সরকার রাজ্যজুড়ে ত্রাণশিবিরের ব্যবস্থা করেছে ৷

অসমের নীচের দিকের জেলাগুলিতে 38 হেক্টর ফসলি জমি এখনও জলে ডুবে আছে ৷ বহু মানুষ বন্যায় ঘরবাড়ি হারিয়েছে ৷ বাড়িগুলিও জলের তলায় ৷ গত সপ্তাহ থেকে তারা রাস্তায় এসে আশ্রয় নিচ্ছে৷ বন্যায় বিধ্বস্ত আগদিয়া পাথার এলাকার বাসিন্দা কাচু মিঞাঁ ৷ তিনি বিগত 8 দিন ধরে রাস্তাতেই থাকছেন ৷

কাচু মিঞাঁ বলেন, "বন্যার জলে পুরো গ্রাম জলে ডুবে গিয়েছে ৷ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ কিন্তু বন্যার জল এখনও রয়েছে ৷ আমরা গ্রামে ফিরতে পারছি না ৷" তিনি আরও জানান, অন্য গ্রামের বাসিন্দারা ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন৷ কেউ কেউ অবশ্য গ্রামে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন৷ কাচু মিঞাঁর আক্ষেপ, তিনি কোনও ত্রাণসামগ্রী পাননি ৷ বন্যায় তাঁর ঘরবাড়ি, সবকিছু নষ্ট হয়ে গিয়েছে ৷

মানুষ ছাড়া পশুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় ৷ বারপেটা জেলাতেই প্রায় 21 হাজার গবাদি পশুর ক্ষতি হয়েছে ৷ অন্যদিকে প্রায় পাঁচটি জেলা- বাজারি, বারপেটা, কামরুপ, লখিমপুর এবং সোনিতপুরে প্রায় 38 হাজার মানুষ এখনও বন্যার কবলে ৷ বর্তমানে অসমের 9টি জেলায় 1 হাজার 520.08 হেক্টর ফসলি জমি বন্যায় প্লাবিত ৷ এখনও পর্যন্ত এই বন্যায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ 253টি গ্রাম জলে ডুবে আছে ৷

আরও পড়ুন: কিছুটা নিয়ন্ত্রণে অসমের বন্যা পরিস্থিতি, এখনও আটকে 4 লক্ষ মানুষ

জোরহাট, বারপেটা, কামরূপ, গোয়ালপাড়া, কোকরাঝাড় এবং উদালগুরিতে রাস্তাঘাট, সেতু, অন্য পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে ৷ তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনও নদীই বিপদ সীমার উপর দিয়ে বইছে না ৷

ABOUT THE AUTHOR

...view details