পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসম নির্বাচন : ভোট দিলেন এআইডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল - Assam Election 2021

দ্বিতীয় দফার ভোটে কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ এর মধ্যে কয়েকজন মন্ত্রী রয়েছেন ৷ নজরে রয়েছেন, পরিমল শুক্লবৈদ্য, পীযূশ হাজারিকা, ভাবেশ কালিতা ও সাম রঙহ্যাঙ্গ ৷ রয়েছেন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর ৷

বদরুদ্দিন আজমল
বদরুদ্দিন আজমল

By

Published : Apr 1, 2021, 11:14 AM IST

গুয়াহাটি, 1 এপ্রিল :ভোট দিলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি বদরুদ্দিন আজমল ৷ হোজাইয়ের 21 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ বাংলার মতো অসমেও আজ চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ৷

39 টি আসনে মোট 345 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ নজরে থাকছেন চার মন্ত্রী ও ডেপুটি স্পিকার ৷

সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ চলবে সন্ধে 6টা পর্যন্ত ৷ 310 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ বুথগুলিতে করোনা গাইডলাইন মেনে চলা হবে ৷ হ্যান্ড স্যানিটাইজ়ার, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ দ্বিতীয় দফার ভোটে কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ এর মধ্যে কয়েকজন মন্ত্রী রয়েছেন ৷ নজরে রয়েছেন, পরিমল শুক্লবৈদ্য, পীযূশ হাজারিকা, ভাবেশ কালিতা ও সাম রঙহ্যাঙ্গ ৷ রয়েছেন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর ৷

আরও পড়ুন : কীভাবে হবে ভোট গণনা ? দেখে নিন একনজরে

অসমের 47টি আসনের মধ্যে 39টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ৷ তাদের জোট শরিক অসম গণ পরিষদ 10টি আসনে লড়াই করছে ৷ কংগ্রেস প্রার্থী রয়েছেন 43টি আসনে ৷ অসম জাতীয় পরিষদ লড়ছে 41টি আসনে ৷

ABOUT THE AUTHOR

...view details