পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Emergency Landing: যান্ত্রিক ত্রুটি, গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর উড়ানের - Emergency Landing

যান্ত্রিক ত্রুটির কারণে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি উড়ান ৷ সেই বিমানে একজন কেন্দ্রীয় মন্ত্রী ও দুজন বিজেপি বিধায়ক ছিলেন ৷

Emergency Landing
Emergency Landing

By

Published : Jun 4, 2023, 3:54 PM IST

গুয়াহাটি, 4 জুন: ডিব্রুগড়গামী ইন্ডিগোর একটি বিমানকে জরুরি অবতরণ করতে হল ৷ রবিবার সকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ওই বিমান । যান্ত্রিক ত্রুটির কারণেই জরুরি অবতরণ করাতে হয়েছে ইন্ডিগোর বিমানটিকে ৷ জানা গিয়েছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী ও দুজন বিজেপি বিধায়ক ওই বিমানেই সফর করছিলেন ৷

ইন্ডিগোর 6E2652 বিমানটি রবিবার ডিব্রুগড়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ৷ কিন্তু সেই বিমানকে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয় ৷ ওই বিমানে তখন ছিলেন পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এবং ভারতীয় জনতা পার্টির দুই বিধায়ক প্রশান্ত ফুকন এবং তেরাশ গোওয়ালাও ৷

রামেশ্বর তেলি ফোনে সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করার পরে এখনও তিনি গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন ৷ তাঁর কথায়, "বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন এবং তেরাশ গোওয়ালার সঙ্গে আমি ওই বিমানে ছিলাম ৷ আজ আমার দুলিয়াজান, টিংখং ও তিনসুকিয়ায় তিনটি বৈঠকের কর্মসূচি রয়েছে ৷ ডিব্রুগড় বিমানবন্দরে অবতরণ করার আগে ফ্লাইটটি 15 থেকে 20 মিনিটের জন্য মাঝ আকাশে ছিল এবং গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে । আমরা সবাই নিরাপদে আছি । কর্তৃপক্ষ আমাদের বলেছে যে, ওই বিমানটি আর চলবে না ৷" অন্য বিমানে তাঁদের গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন:মাঝ-আকাশে অসুস্থ, জরুরি অবতরণ করিয়েও বাঁচানো গেল না ইন্ডিগোর যাত্রীকে

অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষও ডিব্রুগড়গামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণের কথাটি নিশ্চিত করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details