পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himanta Proposes 5 National Capitals ভারতের পাঁচ রাজধানীর পক্ষে সওয়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি রাজধানী হওয়া উচিত ৷ সোমবার টুইটারে এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷

assam-cm-himanta-biswa-sarma-proposes-5-national-capitals-to-end-regional-disparity
Himanta Proposes 5 National Capitals ভারতের পাঁচ রাজধানীর পক্ষে সওয়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর

By

Published : Aug 29, 2022, 6:39 PM IST

Updated : Aug 29, 2022, 7:43 PM IST

গুয়াহাটি (অসম), 29 অগস্ট :দেশের পাঁচটি রাজধানীর পক্ষে সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ সোমবার একটি টুইটে তিনি এই দাবি তুলেছেন ৷ তাঁর বক্তব্য, ভারতকে পাঁচটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে একটি রাজধানী রাখা উচিত ৷ বৈষম্য রুখতে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন ৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) সঙ্গে টুইট যুদ্ধ চলছে হিমন্তর ৷ স্কুল ইস্যুতে শুরু হওয়া ওই লড়াই টুইট, পালটা টুইটে চলেছে সোমবার ৷ এদিন অসমের মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, অন্য রাজ্যকে উপহাস করা অরবিন্দ কেজরিওয়ালের অভ্যাস হয়ে গিয়েছে ৷ সেই কারণেই তিনি মনে করেন বৈষম্যের এই রোগ সারানো উচিত এবং অন্য গরিব রাজ্যগুলিকে উপহাস বন্ধ করা উচিত ৷ এর পরই তাঁর প্রশ্ন, ‘‘আমরা কি ভারতে প্রতিটি অঞ্চল থেকে একটি করে মোট পাঁচটি রাজধানী পেতে পারি ?’’

তাঁর দাবি, রাজধানী অঞ্চল বলেই দিল্লির সম্পদ বেশি ৷ পূর্ব ও উত্তর পূর্ব ভারত বঞ্চিত থেকে গিয়েছে বরাবর ৷ পাঁচটি রাজধানী হলে সেই বৈষম্য ঘুচবে ৷ একই সঙ্গে তিনি দাবি করেছেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে উন্নয়নের কাজ 2014 সাল থেকে শুরু করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্য দেশের এই অংশে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ৷

তাঁর আরও দাবি, স্বাধীনতার পর সাত দশক ধরে বঞ্চনার শিকার হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ৷ 2014 সালের পর থেকে উন্নয়ন শুরু হয়েছে ৷ তাই এখন কারও দয়ার প্রয়োজন নেই দেশের এই অংশের রাজ্যগুলির ৷

সম্প্রতি একটি সংবাদ সামনে আসে যে পড়ুয়ার অভাবে বেশ কিছু স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ গত বুধবার এই নিয়ে টুইট করেন কেজরিওয়াল ৷ ওই খবরের একটি ছবি দিয়ে কটাক্ষ করেন, স্কুল বন্ধ করে দেওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না ৷ বরং দেশজুড়ে আরও স্কুল খুলতে হবে ৷

তার পর থেকে ওই দুই নেতার মধ্যে লড়াই শুরু হয়৷ দু’জনে একে অপরকে আক্রমণ করে টুইট করতে থাকেন ৷ যা চলল সোমবারও ৷ এখনও পর্যন্ত এই নিয়ে কোনও পালটা প্রতিক্রিয়া মেলেনি ৷ মনে করা হচ্ছে যে খুব শিগগিরই এই নিয়ে জবাব দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :টুইট যুদ্ধে অবতীর্ণ দিল্লি ও অসমের মুখ্যমন্ত্রী

Last Updated : Aug 29, 2022, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details