গুয়াহাটি, 2 অগস্ট : মিজ়োরামের রাজ্যসভার সাংসদ কে বনলালবেনার (K Vanlalvena) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ সোমবার তিনি জানান, ‘‘সৌজন্যের খাতিরে’’ই রাজ্য়ের পুলিশকে এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ উল্লেখ্যে, গত 26 জুলাই অসম-মিজ়োরাম সীমানায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই রাজ্যের পুলিশ ৷ তাতে প্রাণ যায় ছয় পুলিশকর্মীর ৷ তার জেরেই মিজ়োরামের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অসম পুলিশ ৷
আরও পড়ুন :Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর
তবে সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হলেও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা এখনই রেহাই পাচ্ছেন না ৷ হিমন্ত জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইন মাফিক তদন্ত চলবে ৷ এছাড়া ঘটনা প্রসঙ্গে একটি টুইট করে তিনি বলেন, ‘‘মিজ়োরামের মাননীয় মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা (Zoramthanga) জানিয়েছেন যে তিনি অবিলম্বে সীমানা সমস্য়া মিটিয়ে ফেলতে চান ৷ অসম সবসময়েই উত্তর-পূর্বের উচ্ছ্বাসকে টিকিয়ে রাখার পক্ষপাতী ৷ সীমানায় শান্তি বজায় রাখতেও বদ্ধপরিকর আমরা ৷’’
পরবর্তীতে হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘‘আমরা এই সৌজন্য এগিয়ে নিয়ে যেতে চাই ৷ আর সেই কারণেই আমি অসম পুলিশকে নির্দেশ দিয়েছি, যাতে তারা রাজ্যসভায় মিজ়োরামের সম্মানীয় সাংসদ কে বনলালবেনার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেয় ৷ তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা চলবে ৷’’ প্রসঙ্গত, সীমানা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগেই রবিবার মিজ়োরামের ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷
প্রসঙ্গত, অসম ও মিজ়োরাম, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই যে সীমানা সংক্রান্ত সমস্যা মিটিয়ে বিবাদ ঝেড়ে ফেলতে চান, টুইটারে বারবার সেই বার্তা দিচ্ছেন তাঁরা ৷ রবিবার অসমের মুখ্যমন্ত্রী তাঁর একটি টুইটে লেখেন, ‘‘অসম-মিজ়োরাম সীমানায় যে ঘটনা ঘটেছে, তা দুই রাজ্য়ের মানুষের কাছেই গ্রহণযোগ্য নয় ৷ মিজ়োরামের মুখ্যমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর কোয়ারানটাইনের মেয়াদ শেষ হলেই তিনি আমার সঙ্গে কথা বলবেন ৷ একমাত্র আলোচনার মাধ্যমেই সীমানা সংক্রান্ত সমস্য়া মেটানো সম্ভব ৷’’ পরে হিমন্তের এই টুইটটিই রিটুইট করেন করেন মিজ়োরামের মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন :Border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা সমস্য়ার জেরেই গত 26 জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়ে অসম ও মিজ়োরামের পুলিশবাহিনী ৷ তাতে অসমের ছয় পুলিশকর্মী ছাড়াও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ আহত হন অন্তত 50 জন ৷ এদিকে, ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী তনলুইয়ার (Tawnluia) নেতৃত্বে গঠিত মিজ়োরাম সীমানা কমিটি 26 জুলাইয়ের ঘটনা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ৷ তাতে মিজ়ো ভূখণ্ডে বেআইনিভাবে ঢোকার জন্য এবং প্রথমে গুলিচালনা শুরু করার জন্য অসম পুলিশকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ সূত্রের খবর, সোমবার সংসদেও আলোচনার জন্য উঠতে পারে এই ঘটনা ৷