বোকাখাট, 22 সেপ্টেম্বর :2479, বুধবার অসমে এই সংখ্যার গন্ডারের শিং পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে গন্ডারের শিংয়ের কোনও ঔষধী গুণ নেই ৷ এদিন যখন গন্ডারের শিং পুড়িয়ে নষ্ট করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানান, এবার থেকে বছরের একটি নির্দিষ্ট দিনে উদ্ধার হওয়া গন্ডারের শিং ও অন্য প্রাণীদের অংশ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে ৷
আরও পড়ুন :Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি
পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া বা পাচারকারীদের হাতে মৃত গন্ডারের শিং অসমের বিভিন্ন ট্রেজারিতে জমা ছিল এতদিন ৷ 1979 সাল থেকে এগুলি জমা হচ্ছে ৷ বাড়তে বাড়তে সেই সংখ্যাই গিয়ে ঠেকেছিল 2632-তে ৷ বুধবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকায় প্রকাশ্যে তার মধ্যে 2479 টি শিং পুড়িয়ে দেওয়া হয় ৷ 94 টি শিং পড়াশোনার কাজে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ 50 টি শিং পাচারের সময় উদ্ধার হয় ৷ সেগুলি নিয়ে এখনও আদালতে মামলা চলছে ৷ তাই সেগুলিকে পোড়ানো হয়নি ৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘আমরা কাজিরাঙার কাছে একটি সংগ্রহশালা তৈরি করব ৷ সেখানে মৃত প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ রাখা থাকবে ৷ কয়েকটি গন্ডারের শিং বিশ্বের সবচেয়ে বড়ও ছিল ৷ যার ওজন ছিল 3.051 কিলোগ্রাম এবং উচ্চতা 36 সেন্টিমিটার ৷’’ 1980 সালের আগে বেশ কয়েকবার গন্ডারের শিংয়ের নিলাম করেছে অসমের সরকার ৷ কিন্তু তাঁর আমলে এই কাজ আর হবে না বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত ৷