পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam : অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং - Himanta Biswa Sarma

একসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে 2479 টি শিং ৷ ঘটনাস্থল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকা ৷ সরকারি উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
Assam : অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং

By

Published : Sep 22, 2021, 8:15 PM IST

বোকাখাট, 22 সেপ্টেম্বর :2479, বুধবার অসমে এই সংখ্যার গন্ডারের শিং পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে গন্ডারের শিংয়ের কোনও ঔষধী গুণ নেই ৷ এদিন যখন গন্ডারের শিং পুড়িয়ে নষ্ট করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানান, এবার থেকে বছরের একটি নির্দিষ্ট দিনে উদ্ধার হওয়া গন্ডারের শিং ও অন্য প্রাণীদের অংশ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে ৷

আরও পড়ুন :Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া বা পাচারকারীদের হাতে মৃত গন্ডারের শিং অসমের বিভিন্ন ট্রেজারিতে জমা ছিল এতদিন ৷ 1979 সাল থেকে এগুলি জমা হচ্ছে ৷ বাড়তে বাড়তে সেই সংখ্যাই গিয়ে ঠেকেছিল 2632-তে ৷ বুধবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকায় প্রকাশ্যে তার মধ্যে 2479 টি শিং পুড়িয়ে দেওয়া হয় ৷ 94 টি শিং পড়াশোনার কাজে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ 50 টি শিং পাচারের সময় উদ্ধার হয় ৷ সেগুলি নিয়ে এখনও আদালতে মামলা চলছে ৷ তাই সেগুলিকে পোড়ানো হয়নি ৷

পোড়ানোর আগে গন্ডারের শিং

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘আমরা কাজিরাঙার কাছে একটি সংগ্রহশালা তৈরি করব ৷ সেখানে মৃত প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ রাখা থাকবে ৷ কয়েকটি গন্ডারের শিং বিশ্বের সবচেয়ে বড়ও ছিল ৷ যার ওজন ছিল 3.051 কিলোগ্রাম এবং উচ্চতা 36 সেন্টিমিটার ৷’’ 1980 সালের আগে বেশ কয়েকবার গন্ডারের শিংয়ের নিলাম করেছে অসমের সরকার ৷ কিন্তু তাঁর আমলে এই কাজ আর হবে না বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত ৷

আরও পড়ুন :Maharashtra Tiger Hunt : গড়চিরৌলির জঙ্গলে নরখাদক বাঘ! সন্ধানে স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই যে গন্ডারের শিংয়ের কোনও মূল্য নেই ৷ 1979 সাল পর্যন্ত সরকার গন্ডারের শিংয়ের নিলাম করত ৷ আন্তর্জাতিক নিয়ম ও বন্য আইন অনুযায়ী এই কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ এখন থেকে সরকার কোনও নিলাম করবে না ৷ কিন্তু নষ্ট করে দেবে ৷’’

পোড়ানো হচ্ছে গন্ডারের শিং

তবে নিলামের প্রস্তাব তাঁর কাছে এসেছিল বলে হিমন্তর দাবি ৷ কিন্তু তা তিনি খারিজ করে দিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে গন্ডারের শিংয়ের যে কোনও ঔষধী গুণ নেই তা পাঠ্যবইতে যুক্ত করার উদ্যোগ নেবেন ৷

অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং

আরও পড়ুন :Zee Entertainment-Sony India : সোনি ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছে জি এন্টারটেইনমেন্ট

ABOUT THE AUTHOR

...view details