পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Poster Controversy in Assam: ‘নিরমা গার্ল’-এর পোস্টারে হিমন্ত-শুভেন্দুদের মুখ, মোদির সফরের দিনে বিতর্ক অসমে - শুভেন্দু অধিকারী

বিজেপি নেতাদের মুখ বসানো হয়েছে 90-এর দশকের ওয়াশিং পাউডার বিজ্ঞাপনের ‘নিরমা গার্লের মুখে’ ৷ তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়ে ছাপানো পোস্টারে ৷ অসমের গুয়াহাটির ঘটনায় অস্বস্তিতে রাজ্য বিজেপি ৷

Poster Controversy in Assam ETV BHARAT
Poster Controversy in Assam

By

Published : Apr 14, 2023, 9:57 PM IST

গুয়াহাটি, 14 এপ্রিল: গুয়াহাটি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তার আগে পোস্টার বিতর্কে অস্বস্তিতে অসম বিজেপি ৷ দল বদলে বিজেপিতে আসা শীর্ষনেতাদের মুখ বসানো হয়েছে 90-এর দশকের বিখ্যাত ওয়াশিং পাউডার বিজ্ঞাপনের ‘নিরমা গার্লের মুখে’ ৷ আর নিচে লেখা প্রধানমন্ত্রী মোদিকে স্বাগতম ৷ পোস্টারে সবার আগে যাঁর মুখ তিনি আর কেউ নন, অসমে মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মা ৷ রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা অসম বিজেপির দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র মতো নেতারা ৷ পোস্টারগুলি গুয়াহাটির ভাঙাগড়ে জাতীয় সড়কের পাশে লাগানো হয়েছে ৷

নিরমা গার্লের মুখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে, সুজন চৌধুরী, ভিরুপাক্ষ, এশ্বরাপ্পা এবং অর্জুন খোতকার ৷ তবে, কে বা কারা কোন রাজনৈতিক দলের মদতে ওই পোস্টারগুলি লাগিয়েছিল, তা এখনও জানা যায়নি ৷ পুলিশ জাতীয় সড়কের পাশ থেকে ওই পোস্টারগুলি খুলে নষ্ট করে দিয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ তবে, উল্লেখ্য বিজেপির শীর্ষস্থানীয় যে নেতাদের পোস্টার সেখানে দেখা গিয়েছে, তাঁরা সকলেই বিভিন্ন রাজ্যের অন্যদল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে এই পোস্টারে আরও অস্বস্তিতে পড়েছে অসম বিজেপি ৷ আজ গুয়াহাটিতে এইম হাসপাতালের উদ্বোধন করতে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি, গুয়াহাটি হাইকোর্টে মহারাজা জয়ন্তীতে অংশ নেবেন তিনি ৷ সেখান থেকে অসমের লোকনৃত্য বিহু নাচের বড় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:উত্তর-পূর্ব ভারতের প্রথম এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তবে, আজকের এই পোস্টার বিতর্ক নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, এই সব পোস্টার লাগিয়ে বিজেপিকে দমানো যাবে না ৷ মানুষ তাঁদের সঙ্গে রয়েছে ৷ মানুষের ভোট শেষ কথা বলবে ৷ উল্লেখ্য, এমনই ঘটনা এর আগে হায়দরাবাদে ঘটেছিল ৷ অমিত শাহের সফরের দিনে স্থানীয় বিএসআর পার্টির সমর্থকরা পোস্টার লাগিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details