পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটের মুখে অসমে বিজেপির সঙ্গ ছেড়ে হাত ধরল বিপিএফ - বিপিএফ

অসমে ভোটের মুখে বিজেপির সঙ্গ ছাড়ল বিপিএফ । তারা কংগ্রেসের সঙ্গে যোগ দেবে বলে ঘোষণা করেছে । শাসক জোটের সঙ্গে থাকলেও বেশ কয়েকদিন ধরেই বিজেপি তাদের কোণঠাসা করে রেখেছে বলে অভিযোগ।

Assam BJP Ally Joins Congress Alliance Before Polls
ভোটের মুখে অসমে বিজেপির সঙ্গ ছেড়ে হাত ধরল বিপিএফ

By

Published : Feb 28, 2021, 7:48 AM IST

গুয়াহাটি, 28 ফেব্রুয়ারি:ভোটের আগে পট পরিবর্তন অসমে । বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট ছেড়ে বেরিয়ে এল বড়োল্যান্ড পিপলস্ ফ্রন্ট বা বিপিএফ । তারা বিরোধী জোটে যোগ দেওয়ার কথা ঘোষণা করায় ভোটের মুখে চাঙ্গা কংগ্রেস ।

বিপিএফ নেতা হাগরামা মোহিলারি ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''শান্তি, ঐক্য, উন্নয়ন ও মজবুত এবং দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে কাজ করার জন্য বড়োল্যান্ড পিপলস্ ফ্রন্ট মহাজোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিপিএফ আর বিজেপির সঙ্গে বন্ধুত্বে বা জোটে থাকবে না । আসন্ন অসম বিধানসভা নির্বাচনে মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে বিপিএফ ।''

2005 সালে জন্মানোর পর কোকরাঝাড়ের এই দল গত অসম বিধানসভা নির্বাচনে 126টি আসনের মধ্যে 12টিতে জয়লাভ করে। এরপরই বিজেপির নেতৃত্বাধীন শাসক জোটে যোগ দেয় তারা। তবে তার আগে দু বার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল তারা । গত বছর শেষের দিকে বিপিএফ-কে সাইডলাইন করে সংখ্যাগরিষ্ঠতা পেতে নয়া এক দলের সঙ্গে জোট করে বড়ো এলাকার জন্য স্বশাসিত সংস্থা বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের শাসন নিজেদের হাতে নেয় ।

আরও পড়ুন:কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ নয় অসমে, ঘোষণা রাহুলের

সর্বানোন্দ সোনওয়াল সরকারে তিনজন মন্ত্রী আছে বিপিএফ-এর। গত ডিসেম্বরে বিটিসি নির্বাচনেও 40টি আসনের মধ্যে 17টিতেই জয়ী হয় তারা। তবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের তুলে ধরলেও বিজেপির মন পায়নি বিপিএফ । ১২ আসন জেতা ইউনাইটেড পিপলস্ পার্টি লিবারেলকে শুভেচ্ছা জানিয়ে তাদের শরিক হিসেবে চিহ্নিত করে টুইট করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইউপিপিএল প্রধান প্রমোদ বড়োকেই বিটিসি-র নয়া চিফ এগজিকিউটিভ মেম্বার হিসেবে ঘোষণা করেন সোনওয়াল । এরপরই বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করল বিপিএফ। তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই মানুষের কাছে ভোট প্রার্থনা করবে বলে জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details