দিসপুর (অসম), 27 মার্চ:পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ ভোট শুরু হয়েছে অসমেও ৷ সেখানে 34টি জেলায় 126টি আসনে তিন দফায় ভোট হবে ৷ তার মধ্যে আজ প্রথম অধ্যায়ে 12টি জেলার 47টি আসনে ভোটগ্রহণ হচ্ছে ৷
অসমে প্রথম দফায় লড়ছেন 264জন প্রার্থী ৷ আপার অসমের 11টি জেলার 42টি আসনে ও মধ্য অসমের নওগাঁও জেলার 5টি আসনে চলছে ভোটগ্রহণ ৷ সকাল সকাল ভোট দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ ডিব্রুগড়ের বোগা বাবা মাজারে প্রার্থনা সেরে ভোট দিতে যান তিনি ৷ ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি বলেন, "আমরা 100টিরও বেশি আসনে জিতব ৷"
সকালেই ভোট দিয়েছেন কংগ্রেস নেতা গৌরব গগৈও ৷ জোরহাট ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, "বহু বছর ধরে আমি বাবা মায়ের সঙ্গেই ভোটকেন্দ্রে আসি ৷ এই প্রথমবার তাঁদের ছাড়াই ভোটকেন্দ্রে এলাম, এটা আমার কাছে খুব আবেগপ্রবণ একটা মুহূর্ত ৷ মানুষ মিথ্যের রাজনীতির বিরুদ্ধে এবং উজ্জ্বল ভবিষ্যত্ গড়ার রাজনীতিকে ভোট দেবেন বলে আমি আত্মবিশ্বাসী ৷"