গুয়াহাটি, 27 মার্চ : অসমে আজ প্রথম দফার ভোটগ্রহণ ৷ মোট 11টি জেলার 47টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে বিজেপি কুর্সি রক্ষায় মরিয়া ৷ 264 জন প্রার্থী প্রথম দফায় লড়াই করছেন ৷
অসমে শুরু প্রথম দফার ভোটগ্রহণ - Assam assembly election ২০২১
প্রথম দফায় অসমে 47টি আসনে ভোটগ্রহণ ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল-সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রথম দফায় লড়াই করছেন ৷
প্রথম দফার ভোটে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পাশাপাশি তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ, অসম গণ পরিষদের সভাপতি অতুল বোরা ৷ 11 হাজার 537টি পোলিং স্টেশন রয়েছে ৷ যেখানে 81 লাখ ভোটার ভোট দেবেন ৷ অন্যদিকে টুইটারে ভোটদাতাদের রেকর্ড সংখ্যক ভোটদানে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশেষত যুব সম্প্রদায়কে ভোট দিতে বিশেষ আর্জি জানান প্রধানমন্ত্রী ৷
অসমের 47টি আসনের মধ্যে 39টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ৷ তাদের জোট শরিক অসম গণ পরিষদ 10টি আসনে লড়াই করছে ৷ কংগ্রেস প্রার্থী রয়েছেন 43টি আসনে ৷ অসম জাতীয় পরিষদ লড়ছে 41টি আসনে ৷