গুয়াহাটি, 6 এপ্রিল:যে বুথের ভোটারসংখ্যা 90, সেখানে পড়ল 181টি ভোট ৷ অসমে ডিমা হাসায়ো জেলার ঘটনা ৷ এই ঘটনায় 6 জন নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ৷
1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ডিমা হাসায়োর এই বুথে ৷ 2016 সালে এখানে জিতেছিলেন বিজেপির বীরভদ্র হ্যাগজার ৷ সে বার এই বুথে ভোট পড়েছিল মাত্র 74 শতাংশ ৷ তবে এ বার সেই বুথে মোট ভোটারের থেকেও অনেক বেশি ভোট পড়েছে ৷
বিষয়টি নজরে আসার পরই কমিশন এখানে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ নির্বাচন কমিশন প্রেস বিবৃতিতে জানিয়েছে, "প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার ঘটনার কথা মেনে নিয়েছেন ৷"
আরও পড়ুন:ইচ্ছে মতো দিলীপ খেললেও জিতবেন নাকি সুজিত !
সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, স্বরাজকান্তি দাস, লালজামলো ঠেককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে ৷ এ বছর এই নিয়ে দ্বিতীয়বার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন ৷