হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর:এবার সর্বনিম্ন নম্বর পেলেও সুযোগ মিলবে স্নাতকোত্তরে ডাক্তারি পড়ার ৷ নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিংয়ের তৃতীয় রাউন্ড যোগ্যতায় কাট-অফ নম্বর তুলে নেওয়া হল ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে । এই নয়া সিদ্ধান্তে শূন্য নম্বর পেয়েও আবেদনকারীদের স্নাতকোত্তর মেডিক্যাল এবং ডেন্টাল আসনগুলির জন্য প্রতিযোগিতা করার অনুমতি দেবে । সিদ্ধান্তটি সমস্ত বিভাগে সর্বজনীনভাবে প্রযোজ্য ৷ স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই সিদ্ধান্ত ।
এর আগে নিট পিজি কাউন্সেলিংয়ে যোগ্যতার মানদণ্ডে জেনারেল ক্যাটাগরিদের জন্য মোট 800 নম্বরের মধ্যে 291 নম্বর কাট-অফ স্কোর এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 257 নম্বর পাওয়া বাধ্যতামূলক ছিল । তবে এই সাম্প্রতিক নীতি পরিবর্তনের পরে যারা কেবল নিট পিজি পরীক্ষায় অংশ নিয়েছিল এবার তারাও কাউন্সেলিং প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে । এই নয়া পদক্ষেপে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য 13 হাজারেরও বেশি শূন্য আসন থাকবে ৷ সরকারি বিজ্ঞপ্তিতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ঘোষণা করেছে, "নিট পিজি কাউন্সেলিং 2023-এর জন্য পিজি কোর্সের (মেডিক্যাল/ডেন্টাল) যোগ্যতার শতকরা হার সব বিভাগে শূন্যে নামিয়ে আনা হয়েছে ।"