পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Firing in Delhi : মাস্ক পরতে বলল পুলিশ, রেগে গিয়ে শূন্যে গুলি আইনজীবীর - firing in dilshad garden

মাস্ক পরতে বলায় শূন্যে গুলি চালালেন এক আইনজীবী (Asked to Wear Mask Delhi Lawyer Firing in Air) ৷ দিল্লির ঘটনায় স্ত্রী এবং বোন সহ ওই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, এক মহিলা কর্তব্যরত পুলিশকর্মীকে চড়ও মেরেছেন (woman slapped policeman in Delhi) ৷ এই ঘটনায় আইনজীবীর রিভলভারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

Asked to Wear Mask Delhi Lawyer Firing in Air
Asked to Wear Mask Delhi Lawyer Firing in Air

By

Published : Jan 10, 2022, 10:43 AM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি : মাস্ক পরতে বলায় রিভলভার বের করে শূন্যে গুলি চালালেন এক আইনজীবী ৷ দিল্লির দিলশাদ গার্ডেন এলাকার ঘটনাটি ঘটেছে (Asked to Wear Mask Delhi Lawyer Firing in Air) ৷ অভিযোগ ওই ব্যক্তির সঙ্গে থাকা এক মহিলা পুলিশকর্মীকে চড়ও মারেন ৷ এই ঘটনা কার্তুজ সহ উত্তরপ্রদেশের লাইসেন্স প্রাপ্ত রিভলভারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ রবিবার সকালের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের জেরে দিল্লিতে কোভিডবিধি মানার ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে ৷ সেই মতো পুলিশ দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায় টহল দিচ্ছিল ৷ সেই সময় গাড়িতে করে আসছিলেন এক ব্যক্তি ৷ সঙ্গে তাঁর স্ত্রী এবং বোন ছিলেন ৷ কিন্তু, তাঁদের কারও মুখে মাস্ক ছিল না ৷ পুলিশ তাঁদের গাড়ি আটকে মাস্ক পরতে বলে ৷ অভিযোগ সেই সময় গাড়িতে থাকা তিনজনই কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্ক করতে থাকেন ৷ এমনকি সেখানে উপস্থিত এক মহিলা কর্তব্যরত এক পুলিশকর্মীকে চড় মারেন (woman slapped policeman in Delhi) ৷ আর তার পরেই ওই ব্যক্তি নিজের লাইসেন্সড রিভলভার বের করে শূন্যে গুলি চালায় ৷

আরও পড়ুন : PM Modi reviews Covid situation: কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

এই ঘটনার পরেই সেখানে উপস্থিত পুলিশকর্মীরা, অভিযুক্তদের আটক করে ৷ ততক্ষণে সীমাপুরী পুলিশ স্টেশন থেকে মহিলা কনস্টেবল সহ বাহিনী ঘটনাস্থলে চলে আসে ৷ এর পর ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় রিভলভারটি ৷ সেই সঙ্গে 20টি কার্তুজ এবং কার্তুজের পাঁচটি খালি শেল উদ্ধার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন আইনজীবী ৷ তিনি দিল্লির নন্দনগরীতে জুভেনাইল জাস্টিস বোর্ডের ওয়েলফেয়ার অফিসার হিসেবে কর্মরত রয়েছেন ৷

আরও পড়ুন : New Covid variant Deltacron : ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনার নতুন প্রজাতির হদিশ

অভিযুক্ত ওই আইনজীবীর বাড়ি পূর্ব দিল্লির পতপারগঞ্জে ৷ একজন আইনজীবী হয়ে এভাবে আইন ভাঙা এবং পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা, মহামারি আইন ভাঙা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details