দিল্লি, 12 ফেব্রুয়ারি: ভারতের ভূখণ্ড চিনকে কে দিয়েছেন, এটা নিজের ঠাকুরদা (প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু)-কে জিজ্ঞেস করুন। চিন প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় মুখ রাহুল গান্ধীকে এই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি।
এ দিন সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ভূখণ্ড চিনকে দিয়ে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, ''2020 সালের এপ্রিলে পূর্ব লাদাখের শুরুর দিকে পরিস্থিতিতে ভারতের অবস্থান স্থিতাবস্থায় ছিল। এখন প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি দিয়ে বলছেন, ফিঙ্গার থ্রি-তে আমাদের বাহিনী রয়েছে। ফিঙ্গার ফোর আমাদের ভূখণ্ড। সেখানেই আমরা আগে ছিলাম। কেন প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ডকে চিনকে দিয়ে দিলেন?''
রাহুলের এই কটাক্ষের জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি পালটা তোপ দেগে বলেছেন, ''তাঁর (রাহুল গান্ধী) ঠাকুরদাদাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে, কে ভারতীয় ভূখণ্ড চিনের হাতে তুলে দিলেন। তিনিই উত্তর দিতে পারবেন...কে দেশপ্রেমী আর কে নয় - জনগণ সবটা জানে।''