পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন প্রশ্নে নেহরুকে টেনে রাহুলকে কটাক্ষ মন্ত্রীর

চিন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। তাঁর সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁর ঠাকুরদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টেনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি।

Ask your grandfather who gave up Indian territory to China: Reddy to Rahul Gandhi
চিন প্রশ্নে নেহরুকে টেনে রাহুলকে কটাক্ষ মন্ত্রীর

By

Published : Feb 12, 2021, 1:54 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি: ভারতের ভূখণ্ড চিনকে কে দিয়েছেন, এটা নিজের ঠাকুরদা (প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু)-কে জিজ্ঞেস করুন। চিন প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় মুখ রাহুল গান্ধীকে এই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি।

এ দিন সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ভূখণ্ড চিনকে দিয়ে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, ''2020 সালের এপ্রিলে পূর্ব লাদাখের শুরুর দিকে পরিস্থিতিতে ভারতের অবস্থান স্থিতাবস্থায় ছিল। এখন প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি দিয়ে বলছেন, ফিঙ্গার থ্রি-তে আমাদের বাহিনী রয়েছে। ফিঙ্গার ফোর আমাদের ভূখণ্ড। সেখানেই আমরা আগে ছিলাম। কেন প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ডকে চিনকে দিয়ে দিলেন?''

রাহুলের এই কটাক্ষের জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি পালটা তোপ দেগে বলেছেন, ''তাঁর (রাহুল গান্ধী) ঠাকুরদাদাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে, কে ভারতীয় ভূখণ্ড চিনের হাতে তুলে দিলেন। তিনিই উত্তর দিতে পারবেন...কে দেশপ্রেমী আর কে নয় - জনগণ সবটা জানে।''

আরও পড়ুন:কোনও ক্ষতি স্বীকার না করেই লাদাখে চিনের সঙ্গে সমস্যা মেটাল ভারত : রাজনাথ

রাহুলের মন্তব্য অসাংবিধানিক ও অপরিণত বলে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, ''তিনি কিছু বোঝেনও না, বোঝার চেষ্টাও করেন না। আমি মনে করি তাঁর মন্তব্য অংসাবিধানিক ও অপরিণত।''

বৃহস্পতিবার সংসদে চিন নিয়ে বিবৃতি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত কিছুতেই তার ভূখণ্ড চিনের হাতে চলে যেতে দেবে না।

ABOUT THE AUTHOR

...view details