নয়াদিল্লি, 2 অগস্ট: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে এ বার সুর আরও চড়াল বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ উত্তর-পূর্বের রাজ্যের সমস্যা নিয়ে কথা বলতে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতারা ৷ তাঁরা মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন ৷ মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবিতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া রাষ্ট্রপতি মুর্মুর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে । তারা শান্তি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যটি পরিদর্শনেরও দাবি জানিয়েছে ।
মুর্মুর দ্বারে ইন্ডিয়া: বুধবার বিরোধী দলের নেতারা মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইতে তাঁর সঙ্গে দেখা করেন ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলগুলির তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলেন । রাষ্ট্রপতি তাঁদের অনুরোধ রেখে বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করেন ৷ তাঁরা রাষ্ট্রপতিকে জানান যে, বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যে ক্রমাগত হিংসার ঘটনা ঘটছে ৷ মণিপুরে শান্তি ফেরাতে বিরোধীরা রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছে ৷