মুম্বই , 15 জুন : মুম্বইয়ের ধারাভি বস্তি ৷ এশিয়ার বৃহত্তম বস্তি ৷ একটা সময় ছিল এখানে ছড়িয়ে গিয়েছিল করোনা ৷ একের পর এক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন । কিন্তু এই প্রথম, একদিনে একজনও করোনায় আক্রান্ত হননি ৷ সোমবার বৃহন্মুম্বই পৌরসভার রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে ৷
এখনও পর্যন্ত ধারাভিতে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 861 জন ৷ বর্তমানে ধারাভিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা 13 জন ৷ যাঁদের মধ্যে ছয়জন হোম আইসোলেসনে রয়েছেন ৷ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই 7 জনের মধ্যে আবার 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷
2.1 বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে এই বস্তি ৷ বসবাস 10 লাখ মানুষের ৷ গত বছরের 1 এপ্রিল প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এখানে ৷ তারপর থেকে রোজই আক্রান্ত হয়েছেন কেউ না কেউ ৷ প্রায় এক বছরের মাথায় অর্থাৎ এই বছরের 4 এপ্রিল এখানে একদিনে সর্বোচ্চ 99 জনের দেহে করোনা ধরা পড়ে ৷