নয়া দিল্লি, 10 জুন : প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং ৷ 2017 সাল থেকে তিনি যকৃৎ ক্যানসারে ভুগছিলেন ৷ গতবছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন ৷ অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল 42 ৷
তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লেখেন, "ডিঙ্কো সিং বক্সিং জগতের একজন সুপারস্টার ছিলেন ৷ তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ সেইসঙ্গে বক্সিংয়ে তাঁর অনেক অবদান রয়েছে ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" টুইট করেছেন ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি লেখেন, "ডিঙ্কো সিংয়ের প্রয়াণে আমি শোকাহত ৷ ভারতের অন্যতম সেরা বক্সার ছিলেন ডিঙ্কো ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"