পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং - Gold Medallist Boxer Dingko Singh passes away

দীর্ঘদিন যকৃৎ ক্যানসারে ভুগছিলেন বক্সার ডিঙ্কো সিং ৷ গতবছর করোনায় আক্রান্ত হন ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু-সহ অনেকে ৷

ডিঙ্কো সিং
ডিঙ্কো সিং

By

Published : Jun 10, 2021, 12:02 PM IST

Updated : Jun 10, 2021, 2:27 PM IST

নয়া দিল্লি, 10 জুন : প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং ৷ 2017 সাল থেকে তিনি যকৃৎ ক্যানসারে ভুগছিলেন ৷ গতবছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন ৷ অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল 42 ৷

তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লেখেন, "ডিঙ্কো সিং বক্সিং জগতের একজন সুপারস্টার ছিলেন ৷ তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ সেইসঙ্গে বক্সিংয়ে তাঁর অনেক অবদান রয়েছে ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" টুইট করেছেন ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি লেখেন, "ডিঙ্কো সিংয়ের প্রয়াণে আমি শোকাহত ৷ ভারতের অন্যতম সেরা বক্সার ছিলেন ডিঙ্কো ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

আরও পড়ুন,প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত

টুইট করেছেন অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংও ৷ লেখেন, "আমি গভীরভাবে শোকাহত ৷ আশা করি, তিনি পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন ৷ এই পরিস্থিতিতে তাঁর পরিবার যেন সমস্ত শক্তি দিয়ে শোক কাটিয়ে ওঠে ৷ "

1998 সালে ডিঙ্কো সিং অলিম্পিক্সে সোনার পদক পান এবং ওই বছরেই তিনি অর্জুন পুরস্কারও পান ৷ এরপর 2013 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ৷

Last Updated : Jun 10, 2021, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details