পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাড়তি সময় মঞ্জুর আদালতের - জ্ঞানবাপী মসজিদ চত্বরে কোনও খোঁড়াখুঁড়ি

ASI conducts survey at Gyanvapi Mosque Complex: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ শনিবার তার দ্বিতীয় দিন ৷ মসজিদ কমিটি এএসআই সমীক্ষা আটকানোর বহু চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে ৷ এই কাজ চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত ৷

ETV Bharat
জ্ঞানবাপী মসজিদ

By

Published : Aug 5, 2023, 11:48 AM IST

বারাণসী, 5 অগস্ট: জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর কাজ শুরু করেছে এএসআই ৷ শুক্রবার থেকে শুরু হওয়া এই সমীক্ষার কাজের আজ দ্বিতীয় দিন ৷ শুক্রবার বারাণসীর জেলা আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সমীক্ষা চালানোর জন্য বাড়তি একমাস মঞ্জুর করেছে ৷ তাই 4 সেপ্টেম্বর পর্যন্ত এই বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাবে এএসআই ৷

সরকার পক্ষের আইনজীবী রাজেশ মিশ্র জানিয়েছেন, শনিবার এএসআইয়ের এই দল বিকেল পাঁচটা পর্যন্ত সতেরোশো শতকের এই মসজিদে সমীক্ষা চালানোর কাজ করবে ৷ এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষা চালানো নিয়ে জল গড়ায় আদালতেও ৷ দেশের শীর্ষ আদালতও এই কাজে সম্মতি দেয় ৷

21 জুলাই বারাণসী জেলা দায়রা আদালত সমীক্ষা চালানোর আবেদনে সম্মতি জানায় ৷ এদিন আদালত একটি বিস্তারিত বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয় ৷ সেই অনুযায়ী 24 জুলাই সকালে জ্ঞানবাপী মসজিদে কাজ শুরু করে এএসআই ৷ তখন অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি জেলা দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ মসজিদ কমিটি আশঙ্কা প্রকাশ করে, এই সমীক্ষা চালাতে গিয়ে প্রায় হাজার বছরের পুরনো মসজিদের ক্ষতি হতে পারে ৷ এটি ভেঙে যেতে পারে ৷ পাশাপাশি তারা দাবি করে, এই সমীক্ষা চালানোর কাজটি আইন বিরুদ্ধ ৷ শীর্ষ আদালত এই মামলাটির শুনানি এলাহাবাদ হাইকোর্টে পাঠায় ৷

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট

3 অগস্ট, বৃহস্পতিবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিঙ্কর দিওয়াকর জানান, বারাণসী জেলা দায়রা আদালতের সমীক্ষা চালানোর নির্দেশে তিনি কোনও ত্রুটি খুঁজে পাচ্ছেন না ৷ এএসআই সমীক্ষা চালাতেই পারে ৷ এদিনই এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে রক্ষাকবচ পেতে মসজিদ কমিটি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷

শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের এএসআই সমীক্ষার নির্দেশই বহাল রাখে ৷ তবে এর সঙ্গে বিচারপতি জে পি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ জানায়, এএসআই জ্ঞানবাপী মসজিদ চত্বরে কোনও খোঁড়াখুঁড়ি করতে পারবে না ৷ অথবা এমন কিছু করবে না, যাতে মসজিদের কোনওভাবে ক্ষতি হয় ৷

আরও পড়ুন: জ্ঞানবাপীতে এএসআই সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল

এর আগে বারাণসী জেলা দায়রা আদালত জানিয়েছিল, এএসআই প্রয়োজনে খোঁড়াখুঁড়ির কাজ করতে পারে ৷ কিন্তু সুপ্রিম নির্দেশ তা খারিজ করেছে ৷ এরপর শুক্রবার থেকে মসজিদে সমীক্ষা চালানোর কাজ শুরু হয়েছে ৷ তবে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির ক্ষোভ, এই সমীক্ষা শুধু পুরনো ক্ষতকে ফের সামনে আনবে ৷

ABOUT THE AUTHOR

...view details