নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর ওই দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন অশ্বিনী কুমার (Ashwini Kumar Attacks Congress after his Resignation from that Party) ৷ ইটিভি ভারতকে তিনি সাফ বললেন, ‘‘কংগ্রেস এখন মূল ইস্যু থেকে সরে গিয়েছে ৷ শুধু চিৎকার করে, একটি ব্যক্তির সমালোচনা করে লড়াই হয় না ৷ এই লড়াইয়ের জন্য যে ধরনের নেতৃত্বের দরকার, তা এখন কংগ্রেসের নেই ৷’’
মঙ্গলবার সকালেই জানা যায় যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন অশ্বিনী কুমার (Ashwini Kumar Quits Congress) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Congress Interim President Sonia Gandhi) তিনি পদত্যাগপত্র পাঠান ৷ আগামী রবিবার, 20 নভেম্বর পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022) ৷ তার আগে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে হইচই পড়ে যায় ৷ কারণ, অশ্বিনী কুমার বর্ষীয়ান নেতা ৷ তাই প্রশ্ন উঠছে যে ভোটের মুখে কেন এমন সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ?
উত্তরে তিনি ইটিভি ভারতকে বললেন, ‘‘এমন অনেক ঘটনা ঘটেছে যার জন্য আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ৷ আমি আমার কাঁধে আর এই দলের ভার বহন করতে পারিনি ৷ তাই নিজের আত্মসম্মান বজায় রেখে এই সিদ্ধান্ত নিলাম ৷’’ এদিকে সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতেও তিনি কংগ্রেসে থেকে অসম্মানিত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন ৷ পরে ইটিভি ভারতকে তিনি জানান যে এই সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়েছে ৷ কিন্তু তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে চান না ৷ বরং নিজের রাস্তায় চলতে চান ৷
কংগ্রেসের বিরুদ্ধে মনমোহন সরকারের সময় আইনমন্ত্রী (Former Law Minister Ashwini Kumar) থাকা এই নেতার অভিযোগ, কংগ্রেস এক সময় মহাত্মা গান্ধির দেখানো পথে চলত ৷ এখন তারা জাতি, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় ৷