পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ashwini Kumar Attack Congress : কংগ্রেসে উপযুক্ত লড়াকু নেতার অভাব রয়েছে, দল ছেড়ে কটাক্ষ অশ্বিনীর

মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে 46 বছরের সম্পর্ক শেষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার (Ashwini Kumar Quits Congress) ৷ তার পর তিনি ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন, লড়াই করার জন্য কংগ্রেসের উপযুক্ত নেতার অভাব রয়েছে (Ashwini Kumar Attack Congress) ৷

ashwani-kumar-resignation-congress-party-rift-accusation-true
Ashwini Kumar Attack Congress : কংগ্রেসে উপযুক্ত লড়াকু নেতার অভাব রয়েছে, দল ছেড়ে কটাক্ষ অশ্বিনীর

By

Published : Feb 15, 2022, 8:46 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর ওই দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন অশ্বিনী কুমার (Ashwini Kumar Attacks Congress after his Resignation from that Party) ৷ ইটিভি ভারতকে তিনি সাফ বললেন, ‘‘কংগ্রেস এখন মূল ইস্যু থেকে সরে গিয়েছে ৷ শুধু চিৎকার করে, একটি ব্যক্তির সমালোচনা করে লড়াই হয় না ৷ এই লড়াইয়ের জন্য যে ধরনের নেতৃত্বের দরকার, তা এখন কংগ্রেসের নেই ৷’’

মঙ্গলবার সকালেই জানা যায় যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন অশ্বিনী কুমার (Ashwini Kumar Quits Congress) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Congress Interim President Sonia Gandhi) তিনি পদত্যাগপত্র পাঠান ৷ আগামী রবিবার, 20 নভেম্বর পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022) ৷ তার আগে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে হইচই পড়ে যায় ৷ কারণ, অশ্বিনী কুমার বর্ষীয়ান নেতা ৷ তাই প্রশ্ন উঠছে যে ভোটের মুখে কেন এমন সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ?

উত্তরে তিনি ইটিভি ভারতকে বললেন, ‘‘এমন অনেক ঘটনা ঘটেছে যার জন্য আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ৷ আমি আমার কাঁধে আর এই দলের ভার বহন করতে পারিনি ৷ তাই নিজের আত্মসম্মান বজায় রেখে এই সিদ্ধান্ত নিলাম ৷’’ এদিকে সোনিয়া গান্ধিকে পাঠানো চিঠিতেও তিনি কংগ্রেসে থেকে অসম্মানিত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন ৷ পরে ইটিভি ভারতকে তিনি জানান যে এই সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়েছে ৷ কিন্তু তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে চান না ৷ বরং নিজের রাস্তায় চলতে চান ৷

কংগ্রেসে উপযুক্ত লড়াকু নেতার অভাব রয়েছে, দল ছেড়ে কটাক্ষ অশ্বিনীর

কংগ্রেসের বিরুদ্ধে মনমোহন সরকারের সময় আইনমন্ত্রী (Former Law Minister Ashwini Kumar) থাকা এই নেতার অভিযোগ, কংগ্রেস এক সময় মহাত্মা গান্ধির দেখানো পথে চলত ৷ এখন তারা জাতি, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত কয়েকমাস ধরেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে ৷ যে দ্বন্দ্বের জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ পরে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে নতুন দল তৈরি করেন ৷ পঞ্জাবের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোট করে লড়াই করছেন ৷

এই পরিস্থিতিতে বিরোধীরা কংগ্রেসের কোন্দল নিয়ে কটাক্ষ করছে ৷ তা নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন অশ্বিনী কুমার ৷ বিরোধীদের অভিযোগ ঠিক বলে মেনে নিয়েছেন ৷ এই পরিস্থিতির জন্য পঞ্জাবে আম আদমি পার্টির জনপ্রিয়তা বাড়ছে বলে তিনি দাবি করেন ৷

এখন প্রশ্ন উঠছে, তিনি কি তাহলে আম আদমি পার্টিতে যোগদান করবেন ? নাকি অন্য কোনও দলে ? সাম্প্রতিক কালে কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে বিজেপিতে যোগদান করতেও দেখা গিয়েছে ৷ তিনিও কি সেই পথের পথিক হবেন ? কিছু খোলসা করেননি অশ্বিনী কুমার ৷ যথা সময়ে সিদ্ধান্ত জানানোর কথা বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন :Ashwini Kumar Quits Congress : কংগ্রেস থেকে পদত্যাগ ‘অসম্মানিত’ অশ্বিনী কুমারের

ABOUT THE AUTHOR

...view details