নয়াদিল্লি, 23 অক্টোবর:কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না গান্ধি পরিবারের কোনও সদস্য । দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি তাঁকে এই কথা জানিয়েছেন বলে দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Gehlot Said no members of the Gandhi Family will contest) । পাশাপাশি তিনি বলেন, এই নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত ৷ তবে কবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন, তা এখনও ঠিক হয়নি (Rajasthan CM Ashok Gehlot says will soon fix date of filing nomination for Congress President) । সেটা খুব শিগগিরি জানাবেন প্রবীণ কংগ্রেস নেতা । সাংবাদিকদের তিনি জানান, বারে বারেই রাহুল গান্ধিকে সভাপতি পদে ফেরার জন্য অনুরোধ করছিলেন । কিন্তু ওয়েনাড়ের সাংসদ তাতে রাজি হননি ।
ভারত জোড়ো আন্দোলনে অংশ নিতে কেরলে গিয়েছেন মন্ত্রী অশোক গেহলত ৷ তিনি সাংবাদিকদের বলেন, "গান্ধি পরিবারের কোনও সদস্য আর কংগ্রেস সভাপতি হবেন না ৷ কোনও বিশেষ কারণে ঠিক হয়েছে যে অ-গান্ধি পরিবারের কেউ এবার সভাপতি হবে ৷"