হায়দরাবাদ, 20 অগস্ট: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) কেন্দ্রকে তোপ দাগলেন 'অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমীন' (All India Majlis-e-Ittehadul Muslimeen) বা এআইএমআইএম (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ সম্প্রতি বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মকুব করে তাদের মুক্তি দেওয়া হয় ৷ এমনকী, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে ওই 11 জনকে রীতিমতো মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় ! করানো হয় মিষ্টিমুখ ! এই ঘটনায় সারা দেশেই সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাতের বিজেপি সরকারকে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও ৷
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন আসাদউদ্দিন ৷ তাঁর কথায়, "স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলেছিলেন ৷ অথচ সেই একই দিনে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী 11 জনকে মুক্তি দিয়ে দেওয়া হল ৷ একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, স্বাধীনতা দিবসে কখনও ধর্ষকদের মুক্তি দেওয়া উচিত নয় ৷ কিন্তু, বিজেপি সেই নির্দেশিকাও মানেনি ৷ শুধুমাত্র আসন্ন গুজরাত নির্বাচনে জেতার জন্যই বিজেপি এসব করছে ৷ একজন মহিলা অবশ্যই বিলকিস বানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারবেন ৷ আমরা দোষীদের মুক্তির বিরোধিতা করব এবং তাদের যাতে পুনরায় জেলে পাঠানো হয়, সেই আবেদন করব ৷"