হায়দরাবাদ, 13 জুলাই : জনসংখ্য়া ইস্যুতে সরগরম গোটা দেশ (Population Control Controversy) ৷ আগেই এই নিয়ে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ এবার তার পালটা জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তাহেদুল মুসলিমিন বা এআইএমআইএম (AIMIM)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ৷
জনসংখ্যা সংক্রান্ত এই বিতর্কের সূত্রপাত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টকে কেন্দ্র করে (United Nations Report on Population) ৷ ওই রিপোর্ট অনুযায়ী, আগামী বছরই জনসংখ্যার নিরিখে শীর্ষস্থানে চলে যাবে ভারত ৷ ফলে ভারতে কি এবার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করা উচিত বলে কোনও কোনও মহল থেকে মন্তব্য করা হচ্ছে ৷
এই পরিস্থিতিতে মুখ খুলেছেন যোগী আদিত্যনাথও ৷ তিনি জানিয়েছেন, জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হতে দেওয়া উচিত নয় ৷ বুধবার আদিনত্যনাথের সেই মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে ওয়াইসি বলেন, ‘‘মুসলিমরা কি ভারতের আদি বাসিন্দা নন ? যদি বাস্তব দেখা হয়, তাহলে শুধুমাত্র আদিবাসী ও দ্রাবিড়রা ভারতের আদি বাসিন্দা ৷ উত্তরপ্রদেশ কোনও আইন ছাড়াই জন্মের হারের কাঙ্খিত লক্ষ্যে 2026 থেকে 2030-এর মধ্যে পৌঁছে যাবে ৷’’
এখানেই থেমে যাননি হায়দরাবাদ লোকসভার সাংসদ ৷ সংসদের নিম্নকক্ষের চারবারের সদস্য বলেন, ‘‘তাদের (উত্তরপ্রদেশ) স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে জন্মনিয়ন্ত্রণের জন্য কোনও আইনের প্রয়োজন নেই ৷ মুসলিমরাই গর্ভনিরোধক ব্যবহার করছেন ৷ জন্মের মোট হার 2016 সালে ছিল 2.6 ৷ এখন সেটা 2.3 শতাংশ ৷’’