হায়দরাবাদ, 19 জুন: নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের (Nupur Sharma Row) মধ্যেই অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme Protest) নিয়ে দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে ৷ আর এই নয়া অশান্তির মধ্যে হঠাৎই স্তিমিত হয়ে গিয়েছে নূপুর শর্মা বিতর্ক ৷ রবিবার সেই 'ছাইচাপা আগুন'কেই কার্যত 'হাওয়া' দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ তাঁর দাবি, ভারতীয় আইন মেনে নূপুর শর্মাকে কঠোর শাস্তি দিতে হবে ৷ এর পাশাপাশি, নূপুরকে নিয়ে একটি ভবিষ্যৎবাণীও করেছেন ওয়েইসি ৷ তাঁর বক্তব্য, আগামী দিনে নূপুরকে দলের বড় নেত্রী হিসাবে পেশ করবে বিজেপি ৷ এমনকী, পরবর্তী দিল্লি নির্বাচনেও নূপুরকেই দলের 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসাবে বিজেপি তুলে ধরবে বলে দাবি করেছেন ওয়েইসি ৷
এদিন এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর (Telangana Chief Minister) উদ্দেশে ওয়েইসি বলেন, "ভারতের আইন মোতাবেক নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত এবং তাঁর শাস্তি হওয়া উচিত ৷ আমরা চাই, সংবিধান মেনেই তাঁকে শাস্তি দেওয়া হোক ৷ আমি জানি, আগামী ছ'মাসের মধ্য়েই নূপুর শর্মাকে বড় নেত্রী হিসাবে তুলে ধরা হবে ৷ এমনকী, নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হতে পারে ৷" এই প্রেক্ষাপটে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রতি ওয়েইসির দাবি হল, অবিলম্বে নূপুরকে গ্রেফতার করে দক্ষিণের এই রাজ্যে নিয়ে আসা হোক ৷