পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

School re-open : প্রতিটি স্কুলে রাখতে হবে আইসোলেশন বেড, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা - স্কুলে আইসোলেশন বেড

আগামী 16 নভেম্বর থেকে সেগুলি খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে শীঘ্রই স্কুলগুলিতে আইসোলেশন বেড রাখার নির্দেশ দেওয়া হবে ৷

School re-open
প্রতিটি স্কুলে রাখতে হবে আইসলেশন বেড, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা

By

Published : Oct 28, 2021, 6:54 AM IST

কলকাতা, 28 অক্টোবর : আগামী 16 নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি । তবে কঠোরভাবে মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধি । সেই বিধি মেনেই প্রত্যেকটি স্কুল রাখতে হবে অন্তত একটি করে আইসোলেশন রুম । আগামী মাসে স্কুল খোলার আগে মুখ্যসচিব এইচ দ্বিবেদীর তত্ত্বাবধানে মধ্যশিক্ষা পর্ষদ যে গাইডলাইন প্রতিটি স্কুলে পাঠাবে, তাতে এই নির্দেশ থাকবে বলে জানা গিয়েছে ।

করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হলেও প্রতি পদক্ষেপে সর্তকতা বজায় রাখতে বলা হচ্ছে । এহেন পরিস্থিতিতে প্রায় দেড় বছর রাজ্যের শিক্ষা-প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার পর আগামী মাসে ফের বসতে চলেছে স্কুল । তাই অতিসতর্ক রাজ্য সরকারও । ফলে প্রতিটি স্কুলে যে নির্দেশিকা পাঠানো হবে, তাতে স্পষ্টভাবে প্রতিটি স্কুলে অন্তত একটি করে আইসোলেশন রুম বা বেড রাখার কথা বলা থাকবে ।

ক্লাস চলাকালীন যদি কোনও ছাত্র বা ছাত্রী অসুস্থ বোধ করে তাহলে তাকে দ্রুত যাতে সেই আইসোলেশন বেডে নিয়ে যাওয়া যায় সেই জন্যেই এই ব্যবস্থা । আইসোলেশন রুমকে প্রতিদিন স্যানিটাইজ় করতে হবে, পরিষ্কার রাখতে হবে বিছানাও । ঘরে পানীয় জল, পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থাও রাখতে হবে । পাশাপাশি স্কুলের প্রতিটি পড়ুয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে অবগত থাকতে হবে প্রধান শিক্ষককে । কারও কোনও রকম শারীরিক সমস্যা হলে তার অভিভাবককে দ্রুত জানাতে হবে ।

আরও পড়ুন:School Open: খুলছে স্কুল-কলেজ, কবে চলবে লোকাল ট্রেন ? প্রশ্ন শিক্ষক মঞ্চের

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে প্রতিটি স্কুলকে কঠোরভাবে এই নির্দেশিকা মানতে হবে । ইতিমধ্যেই প্রতিটি স্কুলে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটাইজ়েশনের কাজ । ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদেরও বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে স্কুলের ভেতরে । ছাত্রছাত্রীদের ক্লাসরুমে প্রবেশ করার আগে গোটা রুম স্যানিটাইজ় করতে হবে । আবার স্কুল শেষ হয়ে যাওয়ার পর ফের পুরো ক্যাম্পাস জীবাণুমুক্ত করতে হবে । পাশাপাশি কমিয়ে দেওয়া হবে স্কুল ও ল্যাবের সময়ও ।

ABOUT THE AUTHOR

...view details