নয়াদিল্লি, 22 অক্টোবর:যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ত্রাণ পাঠাচ্ছে ভারত । মিশরের রাফা সীমান্ত পেরিয়ে ত্রাণ পৌঁছে যাবে গাজায় । বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী গাজায় পাঠানো হচ্ছে । ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, জীবনদায়ী ওষুধ, অস্ত্রোপচারের সামগ্রী, তাঁবুর জন্য ত্রিপল, জরুরি অবস্থা মোকাবিলায় চিকিৎসার সামগ্রী, প্রয়োজনীয় সরঞ্জাম।
আইএএফ সি-17 বিমানে প্রায় 6.5 টন চিকিৎসার ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলায় 32 টন সামগ্রী গাজায় পাঠাচ্ছে ভারত । এক্স হ্যান্ডেলে এমনই তথ্য দিয়েছেন অরিন্দম বাগচী । তিনি জানিয়েছেন, প্যালেস্তাইনের মানুষের জন্য খুব তাড়াতাড়ি ত্রাণ পৌঁছবে। ইতিমধ্যেই মিশরের এল আইরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে সি-17 বিমান। বায়ুসেনার বিমান এল আইরিশে নামার পর রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পৌঁছবে গাজায় ।
শনিবারই মিশর-গাজার মধ্যের সীমান্ত রাফা খুলে দেওয়া হয়। ইজরায়েল-গাজার মধ্যে চলা যুদ্ধের 15 দিনের মাথায় খোলা হয়েছে রাফা সীমান্ত । রাষ্ট্রসংঘের তরফের দফায় দফায় সীমান্ত খোলার কথা বলা হয়। বিধ্বস্ত গাজার পরিস্থিতি দেখেই কপালে ভাঁজ পরে রাষ্ট্রসংঘের। অবশেষে সীমান্ত খুলতেই ত্রাণ সামগ্রী ভরা সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাফা সীমান্তে ।