পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Israel-Gaza Conflict: প্যালেস্তাইনের পাশে ভারত, গাজায় পাঠানো হল ত্রাণ সামগ্রী - ত্রিপল

India Sends Humanitarian Aid to Gaza: প্যালেস্তাইনের বিধ্বস্ত অবস্থায় ভারত পাঠাচ্ছে ত্রাণ। মূলত চিকিৎসা সামগ্রীর উপর জোর দিয়েই গাজায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। নিজের এক্স হ্যান্ডেলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

Israel Gaza Conflic
গাজায় পাঠানো হল মানবিক সাহায্য

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 4:25 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর:যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ত্রাণ পাঠাচ্ছে ভারত । মিশরের রাফা সীমান্ত পেরিয়ে ত্রাণ পৌঁছে যাবে গাজায় । বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী গাজায় পাঠানো হচ্ছে । ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, জীবনদায়ী ওষুধ, অস্ত্রোপচারের সামগ্রী, তাঁবুর জন্য ত্রিপল, জরুরি অবস্থা মোকাবিলায় চিকিৎসার সামগ্রী, প্রয়োজনীয় সরঞ্জাম।

আইএএফ সি-17 বিমানে প্রায় 6.5 টন চিকিৎসার ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলায় 32 টন সামগ্রী গাজায় পাঠাচ্ছে ভারত । এক্স হ্যান্ডেলে এমনই তথ্য দিয়েছেন অরিন্দম বাগচী । তিনি জানিয়েছেন, প্যালেস্তাইনের মানুষের জন্য খুব তাড়াতাড়ি ত্রাণ পৌঁছবে। ইতিমধ্যেই মিশরের এল আইরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে সি-17 বিমান। বায়ুসেনার বিমান এল আইরিশে নামার পর রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পৌঁছবে গাজায় ।

শনিবারই মিশর-গাজার মধ্যের সীমান্ত রাফা খুলে দেওয়া হয়। ইজরায়েল-গাজার মধ্যে চলা যুদ্ধের 15 দিনের মাথায় খোলা হয়েছে রাফা সীমান্ত । রাষ্ট্রসংঘের তরফের দফায় দফায় সীমান্ত খোলার কথা বলা হয়। বিধ্বস্ত গাজার পরিস্থিতি দেখেই কপালে ভাঁজ পরে রাষ্ট্রসংঘের। অবশেষে সীমান্ত খুলতেই ত্রাণ সামগ্রী ভরা সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাফা সীমান্তে ।

আরও পড়ুন: গাজায় আরও বড় আক্রমণের জন্য তৈরি হচ্ছে ইজরায়েল, পালটা হুঁশিয়ারি হিজবুল্লার

এর আগে রাষ্ট্রসংঘের তরফে গাজার মারাত্মক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, গাজার অন্তত 60 শতাংশ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা দেওয়ার মতো অবস্থায় নেই। বাকি হাসপাতালগুলিও পুরোপুরি বিধ্বস্ত। নেই জল, নেই চিকিৎসার সামগ্রী, বেশিরভাগই বিদ্যুৎহীন । কাজ করছে না জেনারেটরও । এদিকে, শনিবার গাজায় ঢুকেছে 20টি ত্রাণসামগ্রী ভরা ট্রাক । যা যথেষ্ট নয় বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ ।

ভারতের গাজার জন্য ত্রাণ সামগ্রী পাঠানো প্রয়োজনীয় বলেও মনে করা হচ্ছে । গাজায় কর্মরত রাষ্ট্রসংঘ পরিচালিত বিভিন্ন সমাজসেবী সংস্থাগুলি ক্রমশ হাত তুলে নিচ্ছে । কারণ, ইজরায়েলের হামলায় বিধ্বস্ত গাজায় অধিকাংশের মৃত্যু হচ্ছে চিকিৎসা না-পেয়ে। সাধারণ পরিষেবাই মিলছে না হাসপাতালগুলিতে। সবমিলিয়ে, মানবিক সংকটে পরিণত হওয়া প্যালেস্তাইনের এই ছোট্ট ভূ-খণ্ড গাজা তাকিয়ে শুধু ত্রাণের দিকেই । সেই গাজায় ত্রাণের হাত বাড়াল ভারত ।

ABOUT THE AUTHOR

...view details