পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞা বাংলাদেশে, বিমান সংস্থাগুলির সঙ্গে কথা দিল্লির - বিমান

বাংলাদেশের তরফে আন্তর্জাতিক বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করায় সমস্য়ায় পড়েছেন অনেক যাত্রী ৷ বিমান সংস্থাগুলির তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারের ওই নির্দেশ মেনে চলবে তারা ৷

flights
বিমান

By

Published : Apr 13, 2021, 1:27 PM IST

Updated : Apr 13, 2021, 1:33 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল : পরিকল্পনা ছিলই ৷ কিন্তু তা বাস্তবায়নে ফের সমস্য়ার মুখে পড়তে হতে পারে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে ৷

কোভিড পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে আসতেই আন্তর্জাতিক বিমান চালানোর পরিকল্পনা করেছিল ভারত সরকার ৷ কিন্তু করোনা ফের বাড়তে থাকায় তা এখনই চালু করা হবে বলে মনে করছেন না অনেকে ৷

কেন হবে না ?

করোনা বাড়ছে বিশ্বজুড়ে ৷ আর তাই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করেছে বিভিন্ন দেশ ৷ কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্য়ান্ডার্ড সময় অনুযায়ী চলতি মাসের 14 তারিখ রাত 12 টা থেকে 20 তারিখ রাত 12টা পর্যন্ত কোনও আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে না ৷ বাংলাদেশের এই নির্দেশিকার পর আন্তর্জাতিক বিমান চালানোর যে পরিকল্পনা ভারত সরকারের ছিল, তা অনেকটাই সমস্য়ায় পড়বে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন- গতকালের তুলনায় দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এরপরেই ভিস্তারা, স্পাইসজেট সহ একাধিক বিমান পরিবহন সংস্থা তাদের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করেছে ৷

এবিষয়ে ভিস্তারার তরফে জানানো হয়েছে, ভিস্তারার ঢাকা থেকে সমস্ত বিমান বাতিল করা হয়েছে ৷ 14 তারিখ থেকে তাদের কোনও বিমান সেখানে যাবে না ৷ কারণ সেখানে আন্তর্জাতিক বিমান ওঠানামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কোনও বুকিং নেওয়া হচ্ছে না ৷ যাঁরা ইতিমধ্য়ে বুকিং করেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে অথবা যাত্রার দিন পরিবর্তনের সুযোগ দেওয়া হবে ৷

স্পাইসজেট জানিয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ৷ বাংলাদেশ সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা মেনে চলবে বলে জানিয়েছে ৷

একইভাবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে , ভারত সরকারের সঙ্গে তারা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করছে ৷

Last Updated : Apr 13, 2021, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details