পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aryan Khan Gets Relief : বম্বে হাইকোর্টে স্বস্তি, এনসিবি দফতরে সাপ্তাহিক হাজিরা থেকে মুক্তি আরিয়ানের - Aryan Khan Gets Relief form Appearing to Mumbai NCB

মুম্বইয়ের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে আর হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্র আরিয়ানকে (Aryan Khan Gets Relief form Appearing to Mumbai NCB) ৷ আজ বম্বে হাইকোর্টের তরফে তাঁকে স্বস্তি দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা ৷ সেই মামলায় প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পান আরিয়ান ৷ সেই সময় বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রত্যেক শুক্রবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে আরিয়ানকে ৷ সম্প্রতি সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন আরিয়ানের আইনজীবী (Bombay High Court Give Relief to Aryan Khan) ৷ আজ সেই আর্জি মঞ্জুর হয়েছে ৷

Aryan Khan Get Relief
এনসিবি দফতরে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে

By

Published : Dec 15, 2021, 4:06 PM IST

Updated : Dec 15, 2021, 4:38 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর : মুম্বইয়ের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে আর হাজিরা দিতে হবে না শাহরুখ পুত্র আরিয়ানকে (Aryan Khan Gets Relief form Appearing to Mumbai NCB) ৷ আজ বোম্বে হাইকোর্টের তরফে তাঁকে স্বস্তি দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা ৷ সেই মামলায় প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পান আরিয়ান ৷ সেই সময় বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রত্যেক শুক্রবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে আরিয়ানকে ৷ সম্প্রতি সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন আরিয়ানের আইনজীবী (Bombay High Court Give Relief to Aryan Khan) ৷ আজ সেই আর্জি মঞ্জুর হয়েছে ৷

তবে শুক্রবার করে হাজিরা থেকে ছাড় পেলেও শর্ত চাপানো হয়েছে আরিয়ানের উপর ৷ বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, মাদক মামলায় বিশেষ তদন্তকারী দল যখনই আরিয়ানকে দিল্লিতে তলব করবে, তখন তাঁকে হাজিরা দিতে হবে ৷ বম্বে হাইকোর্টে আবেদনে আরিয়ান জানিয়ে ছিলেন, প্রত্যেক শুক্রবার করে হাজিরার সময় তাঁকে সংবাদমাধ্যম এবং পুলিশ কর্মীরা ঘিরে ধরছে ৷ এই পরিস্থিতিতে এই মামলার তদন্ত দিল্লির বিশেষ তদন্তকারী দল করছে ৷ তাই তাঁকে মুম্বই দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হোক ৷ মুম্বই আদালত সেই আবেদন মঞ্জুর করেছে ৷

আরও পড়ুন : Mamata says SRK victimised : হেনস্থার শিকার হয়েছেন শাহরুখ, মুম্বইয়ে গিয়ে সরব মমতা

গত অক্টোবর মাসের 3 তারিখ একটি প্রমোদতরী থেকে মাদক সেবন এবং বিক্রির অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি’র আধিকারিকরা ৷ ওই মামলায় মোট 14 জনকে হেফাজতে নিয়েছিল এনসিবি ৷ এর পর তদন্ত চলাকালীন একাধিক বিতর্কও তৈরি হয় ৷ যেখানে আরিয়ানকে ইচ্ছাকৃত ফাঁসানোর অভিযোগ আনেন এনসিপি নেতা নবাব মালিক ৷ এমনকি তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়া-সহ একাধিক অভিযোগ ওঠে ৷ এর পর গত 28 অক্টোবর বম্বে হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান এবং তাঁর 2 বন্ধুআরবাজ মারচেন্ট, মুনমুন ধামেচা ৷ আদালত সেই সময় জানায়, এই তিনজনের বিরুদ্ধে এনসিবি’র কাছে মাদক সংক্রান্ত কোনওরকম অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই ৷

Last Updated : Dec 15, 2021, 4:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details