মুম্বই, 29 মে : আমেরিকায় পড়াশোনা করার সময় তিনি গাঁজা সেবন করতেন, এমনটাই জানিয়েছেন আরিয়ান খান ৷ সদ্য ক্রুজ-শিপ ড্রাগ মামলায় ক্লিন চিট পেয়েছেন শাহরুখ-পুত্র ৷ শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি বোম্বের আদালতে মাদক মামলায় অভিযুক্ত 20 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়৷ সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে (Aryan Khan Consumed 'ganja' in US for relief from sleeping disorder as told NCB) ৷
গত বছরের অক্টোবরে গোয়াগামী ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালায় এনসিবি ৷ সেখানেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় আরিয়ানকে ৷ তবে এনসিবি-র পক্ষ থেকে ডিডিজি সঞ্জয় কুমার সিং সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, আরিয়ান খানের কাছে কোনও মাদক দ্রব্য পাওয়া যায়নি ৷ তাই প্রমাণের অভাবে মোট 6 জনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ 27 মে শুক্রবার বেকসুর খালাস হন আরিয়ান ৷
আরও পড়ুন : NCB Clean Chit to Aryan Khan : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির