মুম্বই, 20 অক্টোবর : বুধবারও জামিনের আবেদন নাকচ হয়ে গেল শাহরুখ-পুত্র আরিয়ান খানের ৷ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে এদিন জামিন আবেদনের রায় ছিল আরিয়ানের ৷ সেখানে আবারও খারিজ হয়ে গেল বলিউডের মেগাস্টার-পুত্রের জামিনের আবেদন ৷ আরিয়ানের সঙ্গেই জামিন মিলল না তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার ৷ যা পরিস্থিতি তাতে শাহরুখ বা পুত্রের কাছে এখন হাইকোর্টই একমাত্র রাস্তা ৷ তবে আপাতত আরিয়ানের ঠিকানা সেই আর্থার রোড সংশোধনাগারই ৷
এদিন বিশেষ এনডিপিএস আদালতে শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের রায়ের দিকে চোখ ছিল সকলের ৷ জেলে ইতিমধ্যেই 18 দিন কাটিয়ে ফেলেছেন আরিয়ান ৷ এর আগে দু'দফায় খারিজ হয়েছে জামিনের আবেদন ৷ বিরক্ত শাহরুখ সতীশ মানশিন্ডের উপর নতুন আইনজীবী নিয়োগ করলেও লাভের লাভ কিছুই হয়নি ৷ এর আগে গত 14 অক্টোবর শুনানি ছিল আরিয়ানের মাদক মামলার ৷ জামিনের আবেদনের প্রেক্ষিতে রায় ঝুলিয়ে রাখে আদালত ৷ বিচারক ভিভি পাতিল জানিয়েছিলেন, দশেরা উৎসবের কারণে মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর ৷ মুম্বইয়ের স্পেশাল দায়রা আদালতের বিচারক ভিভি পাতিলের এজলাসে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছিল এতদিন ৷
শেষ দিন আদালতে হাজির ছিলেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিণ্ডে ৷ দু'জনেই আদালতে বারংবার বলে এসেছেন, ক্রুজে মাদক পার্টি চলাকালীন আরিয়ান সেখানে ছিলেন না ৷ তিনি মাদক নেননি, এমনকি তাঁর থেকে মাদক উদ্ধারও হয়নি ৷ পাল্টা তদন্তকারী সংস্থা এনসিবি'র আইনজীবীরা শাহরুখ-পুত্রের জামিনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তদন্তকারীরা দিনরাত পরিশ্রম করছেন এই মামলার তদন্তের জন্য ৷ তাই এখন আরিয়ান ছাড়া পেলে এই মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে ৷