কলকাতা, 23 মে:রাজ্যে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরিওয়াল ৷ মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এমনিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে 27 মে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ৷ তবে তার আগে তড়িঘড়ি বাংলায় আসছেন আপ-প্রধান ৷ বৃহস্পতিবার রাজ্যে আসছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ৷ রবিবার সাংবাদিক বৈঠকেই অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন ৷ আগামিকাল বিজেপি-বিরোধী শিবসেনা প্রধান (বালাসাহেব উদ্ধব ঠাকরে শিবির) উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করবেন তিনি ৷
রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের ইস্যুতে বিজেপি-বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন কেজরিওয়াল ৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে কেন্দ্রের বিজেপি সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে আমলাদের নিয়ন্ত্রণ, তাঁদের স্থানান্তর ও অন্য সব বিষয়গুলি নিজেদের হাতে রাখতে চায় মোদি সরকার ৷ তাই এই অর্ডিন্যান্সে 'ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি' গঠনের কথা বলা হয়েছে ৷ এতে দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করা হবে ৷ এ নিয়ে রবিবারই জরুরি ভিত্তিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দিল্লিতে যান ৷ সেখানে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁরা বৈঠক করেন ৷