দিল্লি, 4 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Kejriwal tests Covid Positive and in home isolation) ৷ শরীরে সামান্য উপসর্গ রয়েছে ৷ মঙ্গলবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
আজ সকালে টুইট করে তিনি লেখেন, " আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে এবং আপাতত হোম আইসোলশেনে রয়েছি ৷ আমার অনুরোধ শেষ কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান ৷" সোমবার উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেরাদুনে একটি নব পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আম আদমি পার্টি প্রধান ৷ অন্যদিকে মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দিল্লির কোভিড পরিস্থিতি সম্পর্কিত একটি বৈঠক করারও কথা ছিল তাঁর ৷