পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal slams Himanta স্কুলের পরিকাঠামো নিয়ে কেজরিওয়াল ও হিমন্তর ভার্চুয়াল বাকযুদ্ধ জারি রইল শনিবারও - অসম ও দিল্লি

স্কুল বন্ধের ইস্যু নিয়ে টুইটারে বাকযুদ্ধ চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) মধ্যে ৷ বুধবার থেকে শুরু হওয়া এই লড়াই অব্যাহত রয়েছে শনিবারও ৷

arvind-kejriwal-slams-himanta-biswa-sarma-on-twitter-over-school-closures
Kejriwal slams Himanta স্কুলের পরিকাঠামো নিয়ে কেজরিওয়াল ও হিমন্তর ভার্চুয়াল বাকযুদ্ধ জারি রইল শনিবারও

By

Published : Aug 27, 2022, 2:21 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট : সোশ্যাল মিডিয়ায় লড়াই জমেছে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ একদিকে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ আর অন্যদিকে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ স্কুল বন্ধ করার ইস্যু (Assam School Closure Issue) নিয়ে লড়াই চলছে দুই রাজ্যের দুই প্রশাসনিক প্রধানের ৷

শনিবার এই নিয়ে টুইট করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের (Assam) স্কুলগুলির অবস্থা দেখতে কবে তিনি যেতে পারেন ? এই প্রশ্ন তিনি ছুঁড়ে দিয়েছেন হিমন্তর দিকে ৷ আরও জানিয়েছেন যে যখনই তাঁকে যেতে বলা হবে, তিনি তখনই যাবেন ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এমন একটি টুইট করলেন আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল ? এই প্রশ্নের উত্তর পেতে গেলে পিছিয়ে যেতে হবে দিন কয়েক আগে ৷ যখন একটি সংবাদ সামনে আসে যে পড়ুয়ার অভাবে বেশ কিছু স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ গত বুধবার এই নিয়ে টুইট করেন কেজরিওয়াল ৷ ওই খবরের একটি ছবি দিয়ে কটাক্ষ করেন, স্কুল বন্ধ করে দেওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না ৷ বরং দেশজুড়ে আরও স্কুল খুলতে হবে ৷

টুইটারেই কেজরিওয়ালকে জবাব দেন হিমন্ত৷ প্রথমে বৃহস্পতিবার ও তার পর শুক্রবার ৷ বৃহস্পতিবার তিনি কেজরিওয়ালকে হোমওয়ার্ক করার পরামর্শ দেন ৷ আর শুক্রবার একাধিক টুইট করেন এই নিয়ে ৷ সেখানে তিনি অসম ও দিল্লির (Delhi) আয়তনের তুলনা করেন ৷ তিনি কেজরিওয়ালকে মেনশন করে টুইটারে লেখেন, দিল্লির মুখ্যমন্ত্রীর অজ্ঞতা যন্ত্রণাদায়ক ৷ এর পরই তিনি পরিসংখ্যান দিয়ে লেখেন, দিল্লির থেকে অসমের আয়তন 50 গুন বড় ৷ স্কুল, পড়ুয়া ও শিক্ষকের সংখ্যার মধ্যেও আকাশপাতাল তফাত ৷

তার পর কেজরিওয়ালকে বিঁধে আরও একটি টুইট করেন হিমন্ত ৷ লেখেন, দিল্লির মহল্লা ক্লিনিক (Delhi Mohalla Clinic) থেকে অনেক বেশি ভালো অসমের মেডিক্যাল কলেজগুলি ৷ সরকারি স্কুলের উজ্জ্বল শিক্ষক ও পড়ুয়ারাও রয়েছেন অনেক ৷ কেজরিওয়াল অসমে এলে তাঁকে তিনি সব দেখাবেন ৷ দেশকে এক নম্বরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) পরিশ্রম করছেন বলেও টুইটারে লেখেন হিমন্ত ৷

শুক্রবারই কেজরিওয়াল টুইটারে একদফা উত্তর দিয়েছিলেন ৷ লিখেছিলেন, তিনি অসমের মুখ্যমন্ত্রীর ভুল ধরাতে চাননি ৷ তিনি চান এক দেশ হিসেবে সব রাজ্যেরই একসঙ্গে কাজ করা উচিত, যাতে দেশ এক নম্বরে পৌঁছাতে পারে ৷ দিল্লির শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য টুইটারেই হিমন্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল ৷

শনিবার আবার টুইট করে এই লড়াইকে নতুন মাত্রা দিলেন কেজরিওয়াল ৷ তাঁর কটাক্ষ, তিনি অসমে যখন খুশি যেতে পারেন বলে বলা হচ্ছে ৷ এর অর্থ তিনি যাতে না যান, সেই কথাই বলা হচ্ছে ৷ তিনি আরও জানান, যখনই তাঁকে যেতে বলা হবে, তিনি তখনই যাবেন ৷

আরও পড়ুন :রাহুল বিজেপির জন্য আশীর্বাদ, কটাক্ষ হিমন্তর

ABOUT THE AUTHOR

...view details