পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal on CBI Summon: আমি দুর্নীতিগ্রস্ত হলে কেউ সৎ নয়, রবিবার হাজিরার কথা জানিয়ে মন্তব্য কেজরিওয়ালের - সিবিআই

আবগারি দুর্নীতি মামলায় আগামিকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই ৷ শনিবার তিনি জানিয়েছেন, নির্ধারিত দিনেই তিনি হাজিরা দিতে যাবেন ৷

Kejriwal on CBI Summon
Kejriwal on CBI Summon

By

Published : Apr 15, 2023, 5:34 PM IST

Updated : Apr 15, 2023, 5:59 PM IST

আমি দুর্নীতিগ্রস্ত হলে কেউ সৎ নয়

নয়াদিল্লি, 15 এপ্রিল: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই ৷ আগামী রবিবার সিবিআইয়ের কাছে হাজির দেবেন তিনি ৷ শনিবার তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে পৃথিবীতে কেউ সৎ নেই ৷ এদিন এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল ৷ সেখানে তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর বক্তব্য, বিজেপি নেতারা তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন ৷ তাই বিজেপি যদি নির্দেশ দিয়ে থাকে, তাহলে তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতার করবেই ৷ কারণ, তাদের কাছে এছাড়া আর কোনও উপায় থাকবে না ৷

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে মণীশ সিসোদিয়া ৷ তাঁকে যখন গ্রেফতার করা হয়, তিনি তখন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ছিলেন ৷ গ্রেফতারির পর অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ এছাড়া তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এর মেয়ে কে কবিতাকেও এই নিয়ে মামলায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই দুই কেন্দ্রীয় সংস্থা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ৷

তবে ধৃতদের তালিকায় মণীশ সিসোদিয়াই এখনও পর্যন্ত সবচেয়ে হেভিওয়েট ৷ সিসোদিয়ার গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছিল আম আদমি পার্টি ৷ আর সেই পরিস্থিতিতে এবার কেজরিওয়ালকেই তলব করেছে সিবিআই ৷ আগামিকাল সকাল 11টায় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷

সেই নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, "যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, তাঁর জন্য দুর্নীতি কীভাবে সমস্যা হতে পারে ?" তাঁর আরও বক্তব্য, "আপ মানুষকে আশা দিয়েছে, যাতে দারিদ্রতা দূর হয়, শিক্ষিত করা যায় ও তাঁদের সন্তানদের কর্মসংস্থান দিতে পারে । প্রধানমন্ত্রী এই আশাকে চূর্ণ করতে চান ৷"

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ সেখানে 12 বছর মুখ্যমন্ত্রী থাকার পরও মোদি স্কুলগুলির কোনও উন্নতি করতে পারেননি বলে অভিযোগ ৷ এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, "আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই কী ঘটছে ? তারা কাউকে ধরে তারপর কেজরিওয়াল বা সিসোদিয়ার নাম বলানোর জন্য নির্যাতন করে । এটাই তাদের তদন্ত ।"

আরও পড়ুন:আবগারি মামলায় এবার কেজরিকে তলব সিবিআইয়ের, রবিতে জিজ্ঞাসাবাদ

Last Updated : Apr 15, 2023, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details