নয়াদিল্লি, 15 এপ্রিল: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই ৷ আগামী রবিবার সিবিআইয়ের কাছে হাজির দেবেন তিনি ৷ শনিবার তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে পৃথিবীতে কেউ সৎ নেই ৷ এদিন এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল ৷ সেখানে তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর বক্তব্য, বিজেপি নেতারা তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন ৷ তাই বিজেপি যদি নির্দেশ দিয়ে থাকে, তাহলে তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতার করবেই ৷ কারণ, তাদের কাছে এছাড়া আর কোনও উপায় থাকবে না ৷
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে মণীশ সিসোদিয়া ৷ তাঁকে যখন গ্রেফতার করা হয়, তিনি তখন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ছিলেন ৷ গ্রেফতারির পর অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ এছাড়া তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এর মেয়ে কে কবিতাকেও এই নিয়ে মামলায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই দুই কেন্দ্রীয় সংস্থা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ৷
তবে ধৃতদের তালিকায় মণীশ সিসোদিয়াই এখনও পর্যন্ত সবচেয়ে হেভিওয়েট ৷ সিসোদিয়ার গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছিল আম আদমি পার্টি ৷ আর সেই পরিস্থিতিতে এবার কেজরিওয়ালকেই তলব করেছে সিবিআই ৷ আগামিকাল সকাল 11টায় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷