পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata-Kejriwal Meet : অভিষেকের বাংলোয় মমতা-কেজরিওয়াল বৈঠক - Arvind Kejriwal

মমতা-সোনিয়া বৈঠকের পর সাক্ষাৎ হল মমতা-কেজরিওয়ালেরও ৷ এদিন সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ মমতার সঙ্গে দেখা করার কথা টুইট করে জানান দিল্লির মুখ্যমন্ত্রী ৷

মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ
মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ

By

Published : Jul 28, 2021, 10:07 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই : আগে থেকেই কথা ছিল সাক্ষাতের ৷ তা হলও ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সঙ্গে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ৷ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাংলোয় মমতার সঙ্গে দেখা করতে আসেন কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে ছিলেন আপ বিধায়ক রাঘব চাড্ডা (Raghav Chadha) ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 181, সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় বেশ বড় আকারের ফুলের তোড়া নিয়ে ঢুকতে দেখা যায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ টুইটে তিনি জানান, মমতাকে তাঁর সদ্য বিধানসভা নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজনীতি নিয়েও যে আলোচনা হয়েছে তাও স্পষ্ট করেন আপ নেতা ৷ তাঁদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

এদিন দুপুরেই সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক সেরেছেন মমতা ৷ সেই বৈঠেক উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও (Rahul Gandhi) ৷ বৈঠক সেরে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ বলেন, "আমাদের এই বৈঠক সদর্থক হয়েছে ৷ আমি ক্যাডার, লিডার নই ৷ করোনা থেকে পেগাসাস সব ইস্যু নিয়েই আলোচনা হয়েছে ৷ আমি মনে করি এর থেকে আগামীতে সদর্থক ফল পাওয়া যাবে ৷" তৃণমূল সুপ্রিমো জানান, বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে ৷ বলা বাহুল্য, তিনি এই সবাই মানে বিরোধী জোটের কথাই বলেন ৷

আরও পড়ুন : Mamata-Sonia meet : লিডার নই, ক্যাডার ; সোনিয়ার সঙ্গে 'ইতিবাচক' বৈঠক শেষে মন্তব্য মমতার

ABOUT THE AUTHOR

...view details