নয়াদিল্লি, 28 জুলাই : আগে থেকেই কথা ছিল সাক্ষাতের ৷ তা হলও ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সঙ্গে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ৷ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাংলোয় মমতার সঙ্গে দেখা করতে আসেন কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে ছিলেন আপ বিধায়ক রাঘব চাড্ডা (Raghav Chadha) ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 181, সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় বেশ বড় আকারের ফুলের তোড়া নিয়ে ঢুকতে দেখা যায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ টুইটে তিনি জানান, মমতাকে তাঁর সদ্য বিধানসভা নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজনীতি নিয়েও যে আলোচনা হয়েছে তাও স্পষ্ট করেন আপ নেতা ৷ তাঁদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷