নয়াদিল্লি, 16 এপ্রিল:দীর্ঘ প্রায় সাড়ে 9 ঘণ্টা সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে ৷ এদিন সকাল 11টা নাগাদ সিবিআই দফতরে যান আপ প্রধান ৷ জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাত সাড়ে 8টা নাগাদ সিবিআই দফতর থেকে বের হন অরবিন্দ কেজরিওয়াল ৷
এদিন রাতে সিবিআই দফতর থেকে বাইরে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আমায় 56টি প্রশ্ন করা হয় ৷ আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি ৷ আমি আগেই বলেছিলাম আমাদের লুকোনোর কিছু নেই ৷ রাজনীতির স্বার্থে এই আবগারি দুর্নীতির মিথ্যে অভিযোগ আনা হয়েছে ৷ আমরা মৃত্যবরণ করতে রাজি কিন্তু সততা ছাড়ব না ৷" বিজেপির স্বার্থে সিবিআই কাজ করছে বলে এদিন অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷
উল্লেখ্য, এই জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল সিবিআই ৷ এদিন সকালে সিবিআই দফতরে যাওয়ার আগে এক ভিডিয়ো বার্তায় কেজরিওয়াল জানান, বিজেপি হয়তো তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সিবিআইকে ৷ অন্যদিকে, বিজেপি ইতিমধ্যেই কেজরিওয়ালকে এই আবগারি দুর্নীতির মাথা বলে প্রচার শুরু করেছে ৷ তাঁর পদত্যাগের দাবিও উঠেছে ৷
আরও পড়ুন:মোদির ডিগ্রি চেয়ে অবমাননা ! কেজরির বিরুদ্ধে মামলা গুজরাত বিশ্ববিদ্যালয়ের
সিবিআই দফতরে যাওয়ার আগে রবিবার প্রথমে রাজঘাটে যান অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে যান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ কেজরিওয়ালের সঙ্গে সিবিআই দফতর পর্যন্তও যান মান-সহ অন্যান্য আপ নেতারা ৷ সিবিআই দফতরের বাইরে ধরনাতেও বসেন তাঁরা ৷ এদিন এই ধরনা চলাকালীন সাংসদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজ, অতসী-সহ বেশ কয়েকজন আপ নেতাকে গ্রেফতারও করে সিবিআই ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আরেক আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি ৷ তিনি বর্তমানে তিহাড় জেলে বন্দি ৷