পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Arvind Kejriwal আস্থা ভোটের সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল কি বিজেপিকে চাপে ফেলে দিল - 2024 সালের লোকসভা নির্বাচন

দিল্লিতে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের কিনতে চাইছে বিজেপি (BJP) ৷ সম্প্রতি এমনই অভিযোগ তুলেছিল দলের নেতারা ৷ তার পর দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তাঁর এই সিদ্ধান্ত কি বিজেপিকেই চাপে ফেলে দিল ?

Arvind Kejriwal beating BJP in its own game via confidence vote
Arvind Kejriwal আস্থা ভোটের সিদ্ধান্ত কেজরিওয়াল কি বিজেপিকে চাপে ফেলে দিল

By

Published : Aug 29, 2022, 2:11 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট : বিভিন্ন রাজ্যে বিরোধী দলের সরকার ভাঙার অভিযোগে প্রায়ই বিদ্ধ হতে হয় বিজেপিকে (BJP) ৷ সম্প্রতি দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে নিজেই দিল্লি বিধানসভায় আস্থা ভোটে (Confidence Vote in Delhi Assembly) সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেজরিওয়ালের এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ এতে বিজেপিকেই ব্যাকফুটে পাঠিয়ে দিতে সক্ষম হলেন কেজরিওয়াল ৷ কারণ, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে দিল্লিতে তিনি কখনোই রক্ষণাত্মক হবেন না ৷

যদিও রাজনৈতিক মহলের মতে, দিল্লি সরকার ফেলা বিজেপির উদ্দেশ্য নয় ৷ বরং তারা চায় যে দিল্লিতেই কেজরিওয়ালকে ব্যস্ত রাখতে ৷ কারণ, চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) রয়েছে ৷ সেই নির্বাচনে আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জমি প্রস্তুত করতে শুরু করেছে ৷ তাই ওই রাজ্যে কেজরিওয়ালের দলের সক্রিয়তা কমাতেই দিল্লিতে অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, গুজরাতে বরাবর বিজেপির একমাত্র প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসকেই (Congress) ধরা হয়েছে ৷ কিন্তু সেখানে কংগ্রেসের অবস্থা তথৈবচ ৷ অন্যদিকে কংগ্রেস শিবিরের দিল্লির নেতারা এখন দলের অন্দরের দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত ৷ ফলে গুজরাতের বিরোধী পরিসর এখন ফাঁকা ৷ সেই জায়গা নেওয়ার চেষ্টা করছে আপ ৷ ইতিমধ্যে গুজরাতে কেজরিওয়াল নিজে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ৷ প্রাপ্তঃবয়স্ক মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

সেই কারণে বিজেপি কোনওভাবেই কেজরিওয়ালের দলকে ওই রাজ্যে জায়গা দিতে নারাজ ৷ বিশেষ করে পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপের জয় চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে সহজে জয় পেলে 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপির লড়াই অনেক সহজ হবে ৷ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথ নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্য অনেক সহজ হবে ৷ তাই আপের উপর চাপ বৃদ্ধি প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের মত ৷

কিন্তু কেজরিওয়ালের আস্থা ভোটে যাওয়ার সিদ্ধান্ত বিজেপির পরিকল্পনায় জল ঢেলে দিল ৷ কারণ, আস্থাভোটে কেজরিওয়ালের জয় নিশ্চিত ৷ সেক্ষেত্রে বিজেপি চাইলেও আগামী ছ’মাসের মধ্যে আর দিল্লি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারবে না ৷

তাই দিল্লির রাজনীতি আগামিদিনে কোন পথে চলে ? আর আগামিদিনে গুজরাতের রাজনীতিতে এর কী প্রভাব পড়ে ? সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন :বিধায়কদের 20 কোটির প্রলোভন, অপারেশন লোটাস সামলাতে জরুরি বৈঠকে কেজরিওয়াল

ABOUT THE AUTHOR

...view details