নয়াদিল্লি, 7 জুন : যেখান ভোট, সেখানেই টিকাকরণ ৷ আজ, সোমবার থেকে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হল দিল্লিতে ৷ এদিন এই প্রক্রিয়ার কথা নিজেই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷
তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষকে তাঁদের নিকটবর্তী পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন ৷ এর সঙ্গে দিল্লি সরকার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ সেই কথাও এদিন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷
তিনি জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে 45 বছরের বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা হবে ৷ দিল্লিতে 45 বছরের বেশি বয়স এমন লোকের সংখ্যা 57 লক্ষ ৷ এর মধ্যে 27 লক্ষ নাগরিক এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷