পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের - Delhi

এবার পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন দিল্লির জনগণ ৷ সোমবার এই কথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের
পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের

By

Published : Jun 7, 2021, 2:14 PM IST

Updated : Jun 7, 2021, 2:24 PM IST

নয়াদিল্লি, 7 জুন : যেখান ভোট, সেখানেই টিকাকরণ ৷ আজ, সোমবার থেকে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হল দিল্লিতে ৷ এদিন এই প্রক্রিয়ার কথা নিজেই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষকে তাঁদের নিকটবর্তী পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন ৷ এর সঙ্গে দিল্লি সরকার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ সেই কথাও এদিন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

তিনি জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে 45 বছরের বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা হবে ৷ দিল্লিতে 45 বছরের বেশি বয়স এমন লোকের সংখ্যা 57 লক্ষ ৷ এর মধ্যে 27 লক্ষ নাগরিক এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷

একই সঙ্গে দিল্লিতে করোনার টিকাকরণ প্রক্রিয়াকে আরও সরল করতে চায় কেজরিওয়াল সরকার ৷ তাই তিনি জানিয়েছেন যে আগামী দু’দিন বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে ৷ তার পর প্রয়োজন মতো ভ্যাকসিনের স্লট দেওয়া হবে ৷ এই সমীক্ষার কাজ করবেন বুথ লেভেল অফিসাররা ৷

আরও পড়ুন :ভারতে আরও ভ্যাকসিন, ওষুধ পাঠাতে বাইডেনকে আর্জি আমেরিকার আইনপ্রণেতাদের

কেজরিওয়াল জানিয়েছেন যে অনেক মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন না ৷ তাই এই সমীক্ষার কাজ করা হবে ৷ বুথ লেভেল অফিসাররা ভ্যাকসিন নিতে অনাগ্রহীদের বোঝাবেন ৷ দিল্লিতে 280 টি ওয়ার্ড রয়েছে ৷ তার মধ্যে 70 টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ৷

Last Updated : Jun 7, 2021, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details