পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Actor Ravan Died in UP: সীতাহরণ অভিনয়ের সময় লুটিয়ে পড়লেন রাবণ, দশেরার আগে যোগীরাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা - রামলীলার অভিনয়

রামলীলা ময়দানের মঞ্চে চলছিল সীতাহরণ পর্ব ৷ সেই সময় দুর্ঘটনা ৷ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে গেলেন রাবণের চরিত্রাভিনেতা ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না (Ramlila Artist collapsed on stage) ।

Ramlila Ravan Artist Died
ETV Bharat

By

Published : Oct 4, 2022, 1:05 PM IST

অযোধ্যা, 4 অক্টোবর: রামলীলায় রাবণের মৃত্যু ৷ তবে সত্যিকারের রাবণ নয় ! রাবণের ভূমিকায় অভিনয় করতে করতে মঞ্চে মৃত্যু হল অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই অভিনেতা ৷ এর একদিন আগে ফতেহপুর জেলায় 50 বছর বয়সি আরেক অভিনেতার মৃত্যু হয়েছে ৷ তিনি রামলীলার 'লঙ্কা দহন' পর্বে হনুমানের পাঠ করছিলেন (Artist playing Ravan in Ramlila died of cardiac arrest) ৷

জানা গিয়েছে, রাবণের চরিত্রে অভিনয়ের সময় মঞ্চে লুটিয়ে পড়া অভিনেতার নাম পতিরাম ৷ বয়স 60 বছর ৷ অযোধ্যায় আইহার গ্রামে তিনি 'সীতা হরণ' পর্বে অভিনয় করছিলেন ৷ সেই সময় বুকে ব্যথা অনুভব করেন এবং মঞ্চেই লুটিয়ে পড়েন ৷ তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সুযোগটুকুও পাননি স্থানীয়রা ৷ মঞ্চেই প্রাণ হারান পতিরাম ৷ বন্ধে হয়ে যায় রামলীলা ৷ রামলীলা কমিটির সদস্যরা পতিরামকে কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন ৷ তাঁরা জানান হৃদরোগে আক্রান্ত হয়েই পতিরামের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: নবমীতে 'কন্যা পূজন' করে নারী সুরক্ষার বার্তা যোগীর

গ্রামের মোড়ল পুনীত কুমার সাহু জানিয়েছেন, পতিরাম দীর্ঘদিন ধরে রাবণের চরিত্রে অভিনয় করেছেন ৷ তাঁর পরিবারে স্ত্রী দেবমতী, দুই ছেলে এবং দুই মেয়ে আছে ৷ আগেরদিন ফতেহপুর জেলার সালেমপুর গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান 50 বছর বয়সি রাম স্বরূপ ৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details