পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Critical Surgery : জটিল অস্ত্রোপচার, 4 ঘণ্টার চেষ্টায় হৃদযন্ত্র থেকে বেরোল কৃত্রিম দাঁত

পটনার চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে এক ব্যক্তির হৃৎপিণ্ড থেকে কৃত্রিম দাঁত বের করলেন (Critical Surgery in Patna Hospital)। ওপেন চেস্ট সার্জারির চেয়েও এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল । দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় দাঁত-সহ হুক ডেনচার বের করে রোগীকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকের দল ।

Critical Surgery in Patna
পটনায় জটিল অস্ত্রোপচার

By

Published : Jan 14, 2023, 5:19 PM IST

Updated : Jan 14, 2023, 5:58 PM IST

পটনা, 14 জানুয়ারি: পটনায় চার ঘণ্টা অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড থেকে বার করা হল কৃত্রিম দাঁত ৷ জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে পারস হাসপাতালে । জানা গিয়েছে, ডেনচারের সাহায্যে ব্যক্তির মুখে একটি কৃত্রিম দাঁত লাগানো হয়েছিল । খাবার খেতে গিয়েই ঘটে যায় বিপত্তি ৷ কৃত্রিম দাঁতের সেটের সঙ্গে সংযুক্ত হুকটি ছিঁড়ে যাওয়ায় পুরো দাঁত গিলে ফেলেন তিনি । কৃত্রিম দাঁতটি গিয়ে ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসা মূল শিরায় আটকে যায় ।

পটনায় রোগীর হৃৎপিণ্ড থেকে বের হল দাঁত: পারস হাসপাতালের চিকিৎসকদের মতে, বিহারে এ পর্যন্ত এই ধরনের বিরল অস্ত্রোপচার হয়নি, এটাই প্রথম । এই অস্ত্রোপচারটি প্রায় চারঘণ্টা ধরে করা হয়েছে । ব্যক্তির নাম সুরেন্দ্র কুমার (45) ৷ তিনি বেগুসরাইয়ের বাসিন্দা ৷ তাঁর উপরের চোয়ালে একটি কৃত্রিম দাঁত লাগানো ছিল ৷ রোগী ভুলবশত ডেনচারের সঙ্গে আটকানো দাঁতের সেটটি গিলে ফেলেন । এরপর রোগীর অসহ্য যন্ত্রণা শুরু হয় । বেগুসরাইয়ের একটি বেসরকারি ক্লিনিকে দেখানো হয় তাঁকে । চিকিৎসকরা এন্ডোস্কোপির সাহায্যে দাঁতটি বের করার চেষ্টা করেন ৷ কিন্তু তা বের করতে সফল হননি ৷ এরপর রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে পাটনায় রেফার করা হয় । পরে সুরেন্দ্রকে পারস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা ।

পারস হাসপাতালে জটিল অস্ত্রোপচার: হাসপাতালের তরফে জানা গিয়েছে, রোগীকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল ৷ চিকিৎসরা তাঁর এন্ডোস্কোপি এবং সিটি স্ক্যান করেন ৷ রিপোর্ট দেখে তাঁরা হতবাক হয়ে যান । খাবারের পাইপের প্রায় 10 সেন্টিমিটার দাঁতের সঙ্গে লাগানো হুকটি ছিঁড়ে গিয়েছিল এবং খাবারের পাইপ থেকে বেরিয়ে আসার পরে বুকে প্রবেশ করেছিল । হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসা ফুসফুস এবং তার মধ্যেকার প্রধান মূল শিরায় মধ্যে ওই কৃত্রিম দাঁতটি আটকে ছিল । যে কারণে রোগীর বুকের বাম পাশে পুঁজ ভরে গিয়েছিল এবং সংক্রমণ ছড়িয়ে পড়েছিল শরীরে ।

সফলভাবে অস্ত্রোপচারটি করেছে চিকিৎসকরা: সূত্রের খবর, ডেনচারের সঙ্গে মেটাল হুক লাগানো থাকায় কৃতিম দাঁতটি বের করাটা একটি বড় চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে ৷ এমন পরিস্থিতিতে হাসপাতালের সার্জেন চিকিৎসক এএ হাই সাত সদস্য বিশিষ্ট ডাক্তারদের একটি দল গঠন করেন। তাঁরা মিলে অস্ত্রোপচারটি করেন । প্রথমে রোগীর বুকে জমে থাকা পুঁজ বের করে থোরাকোস্কোপি পদ্ধতিতে পরিষ্কার করা হয় । তারপর রোগীর বাম পাশ থেকে ঘাড়ের মাধ্যমে ভেতরে পৌঁছে সেখান থেকে নিরাপদে কৃত্রিম দাঁত বের করা হয় (Tooth removed from patient heart in Patna) । হাসপাতাল তরফে জানা গিয়েছে, রোগীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো ৷ রোগীর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে ।

আরও পড়ুন:পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

Last Updated : Jan 14, 2023, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details