পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Azad on Article 370: মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

মানুষকে বিভ্রান্ত করব না (Article 370 cannot be restored)৷ সংবিধানের 370 ধারা ফেরানো সম্ভব নয় (Azad on Article 370)৷ বারামুলার এক সভায় বললেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)৷

Article 370 cannot be restored, will not mislead people, says Ghulam Nabi Azad in Kashmir
মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

By

Published : Sep 11, 2022, 5:24 PM IST

বারামুলা (কাশ্মীর), 11 সেপ্টেম্বর:সংবিধানের 370 ধারা (Azad on Article 370) ফিরিয়ে আনার আর কোনও সম্ভাবনা নেই ৷ জম্মু ও কাশ্মীরের বারামুলায় এ কথা বললেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)৷ 370 ধারার কথা তুলে ধরে তিনি মানুষকে ভুল পথে চালিত করতে চান না বলেও দাবি করেছেন আজাদ (Article 370 cannot be restored)৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে তিনি নিজের নতুন দলের কথা ঘোষণা করবেন ৷

জম্মু ও কাশ্মীরের বারামুলায় একটি মিছিলে অংশ নিয়ে গুলাম নবি আজাদ ৷ সেখানেই তিনি বলেন, "সংবিধানের 370 ধারার পুনরুদ্ধার সম্ভব নয় ৷ এটি ফিরিয়ে আনতে হলে সংসদে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ৷ বিভিন্ন দলকে 370 ধারার নাম করে সুযোগ নিতে দেব না ৷ আমিও 370 ধারার নাম করে মানুষকে ভুল পথে চালিত করব না ৷ এটা আর ফিরে আসবে না ৷"

স্থানীয় দলগুলিকে নিশানা করে এ দিন আজাদ বলেন, "কাশ্মীরে রাজনৈতিক দলগুলি সুযোগ নেওয়ায় এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ 5 লাখেরও বেশি শিশু অনাথ হয়েছে ৷ ভুল কথা বলে বা মানুষের সুযোগ নিয়ে আমি ভোট চাইব না ৷ যেগুলি পাওয়া সম্ভব শুধু সেগুলি নিয়েই আমি কথা বলব, এতে যদি নির্বাচনে আমি ক্ষতিগ্রস্তও হই, তাও ঠিক আছে ৷"

আরও পড়ুন:কংগ্রেসকে আমার রক্ত দিয়েছি, জম্মুর মেগা মিছিল থেকে হুংকার আজাদের

আগামী 10 দিনের মধ্যে নিজের নতুন দলের বিষয়ে ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা ৷ জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া, এখানকার বাসিন্দাদের সুরক্ষা, চাকরি ও জমির অধিকারের দাবিতে তিনি সরব হবেন বলে জানিয়েছেন ৷ তিনি আগেই জানিয়েছেন, "আমি এখনও পর্যন্ত আমার দলের কোনও নাম ঠিক করিনি ৷ জম্মু ও কাশ্মীরের মানুষই দলের জন্য নাম ও পতাকা ঠিক করবে ৷ আমার দলের জন্য আমি একটি হিন্দুস্থানি নামই রাখব, যাতে সবাই তা বুঝতে পারে ৷ আমার দলের মূল ফোকাস থাকবে, পূর্ণ রাজ্যের মর্যাদা ও অধিবাসীদের জমি ও কর্মসংস্থানের অধিকার ফিরিয়ে দেওয়া ৷"

ABOUT THE AUTHOR

...view details