কালিকট (কেরল), 8 মার্চ: ম্যুরাল পেইন্টিংয়ে সাজানো ছোট্ট ঘরে বসেই সূক্ষ্মভাবে একটি ছোট সাদা মাটির প্লটে পেন্সিল চালিয়ে যান সনম ফিরোজ । ক্রমে কৃষ্ণের হাস্যোজ্জ্বল মুখের কালো স্কেচ যেন মূর্ত হয়ে ওঠে । হিন্দু দেবতাদের ম্যুরাল পেইন্টিং আঁকার জন্য তাঁর আবেগ বা শিল্পকর্মে তাঁর ধর্মীয় পরিচয় কখনও বাধা হয়ে ওঠেনি (Muslim Woman Draws Hindu Gods Picture)৷ তাঁর প্রিয় আঁকাগুলির মধ্যে অন্যতম হল হিন্দু দেবতা গণেশের পেইন্টিং (Art Beyond Religion)৷
শুরুটা হয়েছিল সেই ছোটবেলা থেকেই ৷ বাবা শাবির জান এবং মা জুহরাকেও চিত্রকলার মাধ্যমে তাঁদের সৃজনশীলতাকে জীবন্ত করে তুলতে দেখে বড় হয়েছেন সনম ৷ তবে বিয়ের পরই সনমের এই ইচ্ছে প্যাশনে রূপান্তরিত হয় ৷ তিনি প্রখ্যাত শিল্পী সতীশ থায়াতের কাছ থেকে ম্যুরাল পেইন্টিংয়ের আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেন । তাঁর সৃজনশীলতা শুধু ক্যানভাসের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বাঁশের ডালপালা ও মাটির হাঁড়ির পাশাপাশি শাড়ি, চুড়িদার, শার্ট এবং ধুতির মতো অন্যান্য জিনিসেও ছড়িয়ে পড়েছে । তাঁর বেশিরভাগ সৃষ্টি হিন্দু দেবতা কৃষ্ণ এবং গণেশের মুখ ও মূর্তি দ্বারা সজ্জিত ।
কৃষ্ণ আঁকার কাজটি তাঁর কাছে একটি ভিন্ন অভিজ্ঞতা বলে জানালেন সনম ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি এই আঁকা খুব উপভোগ করি ৷ আমি কৃষ্ণের বিভিন্ন রূপ এঁকেছি এবং বুঝতে পেরেছি যে, এটি আমাকে ইতিবাচক শক্তি দেয় ।" তিনি আনন্দিত যে তাঁর ধর্মীয় পরিচয় তাঁর সৃষ্টিতে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি ৷