নয়াদিল্লি, 1 অক্টোবর: দুপুরে কলকাতা ছাড়ার সময় নাম না-করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আর রবিবার রাতে দিল্লি পৌঁছে কার্যত একই সুরে হুঙ্কার দিলেন তিনি ৷ রাজ্যের বকেয়া আদায়ে দিল্লিতে দু'দিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল ৷ সেই উপলক্ষ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর দিল্লিতে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা আজ রাতে এখানে বৈঠক করবেন। সেখানে আলোচনা হবে এবং আমরা সামনের দিনে কীভাবে আমাদের আন্দোলন চালাব তা স্থির করব।"
এদিন অভিষেকের সঙ্গেই দিল্লি গিয়েছেন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, সাংসদ শতাব্দী রায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ এদিন বিমানবন্দর থেকে সোজা সাংসদ সৌগত রায়ের বাড়িতে যান অভিষেক-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা ৷ সেখানে গিয়ে অভিষেক বলেন, "আপনি যদি পারেন আমাকে থামান। আমি কোনও চ্যালেঞ্জ করছি না। তদন্ত সংস্থাকে আমার যা বলার ছিল আমি বলেছি। আমি সেই চ্যালেঞ্জটাও দিল্লির মাটি থেকে ফের একবার দিয়ে যাচ্ছি।"