পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC Protest in Delhi: পারলে আমাকে আটকে দেখান, দিল্লি পৌঁছে হুঙ্কার অভিষেকের - লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

অভিষেকের সঙ্গেই দিল্লি গিয়েছেন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, সাংসদ শতাব্দী রায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ এদিন বিমানবন্দর থেকে সোজা সাংসদ সৌগত রায়ের বাড়িতে যান অভিষেক-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 10:28 PM IST

Updated : Oct 1, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: দুপুরে কলকাতা ছাড়ার সময় নাম না-করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আর রবিবার রাতে দিল্লি পৌঁছে কার্যত একই সুরে হুঙ্কার দিলেন তিনি ৷ রাজ্যের বকেয়া আদায়ে দিল্লিতে দু'দিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল ৷ সেই উপলক্ষ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর দিল্লিতে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা আজ রাতে এখানে বৈঠক করবেন। সেখানে আলোচনা হবে এবং আমরা সামনের দিনে কীভাবে আমাদের আন্দোলন চালাব তা স্থির করব।"

এদিন অভিষেকের সঙ্গেই দিল্লি গিয়েছেন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, সাংসদ শতাব্দী রায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ এদিন বিমানবন্দর থেকে সোজা সাংসদ সৌগত রায়ের বাড়িতে যান অভিষেক-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা ৷ সেখানে গিয়ে অভিষেক বলেন, "আপনি যদি পারেন আমাকে থামান। আমি কোনও চ্যালেঞ্জ করছি না। তদন্ত সংস্থাকে আমার যা বলার ছিল আমি বলেছি। আমি সেই চ্যালেঞ্জটাও দিল্লির মাটি থেকে ফের একবার দিয়ে যাচ্ছি।"

প্রসঙ্গত, রাজ্যকে 100 দিনের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল ৷ সোমবার এবং মঙ্গলবার যন্তর মন্তরে এই ধরনা বিক্ষোভ কর্মসূচি চলবে বলেও জানিয়েছিল দল ৷ এর মাঝেই মঙ্গলবার অভিষেককে চিঠি দিয়ে তলব করে ইডি ৷ যদিও ইডির ডাকে সাড়া দিচ্ছেন না তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ একইসঙ্গে, সেই সময় থেকেই প্রকারান্তরে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এরপর রেলের তরফেও তৃণমূলের ট্রেন বাতিল করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপিকেই আক্রমণ করেন অভিষেক ৷

আরও পড়ুন: 'দুর্বলের রক্ষাই হিন্দুর ধর্ম,' দুই পাতায় হিন্দুত্ব নিয়ে 'মন কি বাত' রাহুলের

অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর, 100 দিনের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সাক্ষাৎপ্রার্থী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ যদিও সে বিষয়ে মন্ত্রকের তরফে তৃণমূলকে কোনও সবুজ সংকেত দেওয়া হয়নি ৷ মন্ত্রী দেখা করবেন না সে বিষয়েও একরকম নিশ্চিত রয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ সুতরাং, সোমবার থেকে দিল্লিতে দলের কর্মসূচি ঠিক কী হবে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের ৷

Last Updated : Oct 1, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details