পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Evacuation from Afghanistan : আজই ফিরিয়ে আনা হতে পারে প্রায় 300 জন ভারতীয়কে

আজ কাবুল বিমানবন্দর থেকে 100 জনের মতো ভারতীয়কে বায়ুসেনার বিমানে করে দেশে ফেরানো হতে পারে ৷ সব মিলিয়ে মোট 300 জন ভারতীয় দিল্লিতে পা রাখবেন ৷

Evacuation from Afghanistan
Evacuation from Afghanistan

By

Published : Aug 22, 2021, 7:21 AM IST

কাবুল ও নয়াদিল্লি, 22 অগস্ট : আফগানিস্তানের বিভিন্ন শহরে আটকে থাকা প্রায় 300 জন ভারতীয় নাগরিককে আজই দেশে ফিরিয়ে নিয়ে আসার জোর সম্ভাবনা ৷ দিন দিন আফগানিস্তানের পরিস্থিতির অবনতি হচ্ছে ৷ ফলে কাবুল থেকে ভারতীয়দের অপসারণ মিশনে পরে সমস্যা হতে পারে ৷ শনিবার মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার বিমানে 87 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে ৷ শনিবার সকালে কাবুল থেকে তাঁদের ভারতীয় বায়ুসেনার বিমানে করে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে দিল্লি নিয়ে আসা হয় ৷

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথা জেক সুলিভানের (Jake Sullivan) কথা হওয়ার পরই কাবুল থেকে ভারতীয় বিমানে আধিকারিকদের বের করে আনা হয় ৷ পাশাপাশি 87 জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর খবর টুইট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ ওই বিমানে দুজন নেপালের বাসিন্দাকেও দিল্লি নিয়ে আসা হয়েছে ৷ টুইটারে তিনি লেখেন, "আফগানিস্তান থেকে ঘরে ফেরা ৷ A1 1956 বিমানে করে 87 জন ভারতীয় তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন ৷ একইসঙ্গে দু'জন নেপালের নাগরিককেও ফিরিয়ে আনা হচ্ছে ৷ এরজন্য দুসানবে-র ভারতীয় এমব্যাসি সাহায্য এবং সহযোগিতা লেগেছে ৷ এরপর আরও কিছু বিমানে করে ভারতীয়রা দেশে ফিরবেন ৷"

একইভাবে কাতারে ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিন ধরে কাবুল থেকে দোহায় নিয়ে আসা 135 জন ভারতীয় নাগরিককে দেশে পাঠানো হয়েছে ৷ এমব্যাসির তরফে মাঝরাতে টুইট করে একথা জানানো হয় ৷ এর জন্য কাতার অথরিটিকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ৷ জানা গিয়েছে, কাবুল থেকে দোহায় নিয়ে আসা ভারতীয়দের মধ্যে অধিকাংশই বিদেশি কম্পানিতে কর্মরত ৷ এই কম্পানিগুলি আফগানিস্তান থেকে তাদের কাজ পরিচালনা করত ৷ মার্কিন বিমান এবং ন্যাটো এয়ারক্রাফ্ট করে তাঁদের অশান্ত কাবুল থেকে দোহায় সুরক্ষিত জায়গায় উড়িয়ে নিয়ে যাওয়া হয় ৷ আজ কাবুল বিমানবন্দর থেকে 100 জনের মতো ভারতীয়কে বায়ুসেনার বিমানে করে দেশে ফেরানো হতে পারে ৷ সব মিলিয়ে মোট 300 জন ভারতীয় দিল্লিতে পা রাখবেন ৷

আরও পড়ুন : Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেয়েছে ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details