মুম্বই, 5 নভেম্বর : অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হল না রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে ৷ মুম্বই হাইকোর্ট জানাল, মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে ৷ শুক্রবার দুপুর 3টের সময় ফের শুনানি হবে ৷ জামিন নাকচ হওয়ায় আপাতত বিচারবিভাগীয় হেপাজতেই অর্ণব ৷ এদিকে আজই তাঁর গ্রেপ্তারি "বেআইনি" দাবি করে পাল্টা মামলা করেছেন অর্ণব গোস্বামী ৷
বিচারবিভাগীয় হেপাজতেই অর্ণব, কাল ফের শুনানি
শুক্রবার দুপুর 3টের সময় মূল মামলার পরবর্তী শুনানি ৷ গ্রেপ্তারি "বেআইনি" দাবি করে পাল্টা মামলা অর্ণবের ৷
2018 সালে আলিবাগে 53 বছর বয়সি ইন্টিরিয়র ডিজ়াইনার আনভে নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক আত্মহত্যা করেন । সুইসাইড নোটে আনভে লিখেছিলেন, অর্ণব গোস্বামী ও আরও দু'জন তাঁর পাওনা 5.40 কোটি টাকা দেননি, যার জেরে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তাঁদের । 2020 সালের মে মাসে আনভে নায়েকের মেয়ে আদন্যা নায়েক অভিযোগ করেন, আলিবাগ পুলিশ এই মামলার তদন্ত করেনি । এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মামলায় CID তদন্তের ঘোষণা করেন । দেশমুখ বলেন, অদন্যা অভিযোগ করেছিলেন, আলিবাগ পুলিশ গোস্বামীর চ্যানেল থেকে বকেয়া পাওনা পরিশোধের অভিযোগের তদন্ত করেনি । নতুন করে মামলা শুরুর পর বুধবার অর্ণবকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ ৷ রাতেই আদালত রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় ৷
এরপর বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারি "বেআইনি" দাবি করে পাল্টা মামলা করেন অর্ণব ৷ এইসঙ্গে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন ৷ যদিও সেই আবেদন খারিজ করে দিল আদালত ৷